পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

19 নভেম্বর থেকে ঘরোয়া মরশুম শুরু করতে চাইছে BCCI - ঘরোয়া ক্রিকেট মরশুম

কোরোনার কারণে এবছরের ঘরোয়া মরশুম শুরু করতে বিলম্ব হচ্ছে ৷ সে কারণে বেশ কিছু টুর্নামেন্ট বাতিল করতে হচ্ছে BCCI-কে ৷

bcci eyes on starting domestic season on from november 19
bcci eyes on starting domestic season on from november 19

By

Published : Aug 10, 2020, 1:56 PM IST

মুম্বই, 10 অগাস্ট: মুস্তাক আলি টি-20 ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু করতে চাইছে BCCI ৷ 19 নভেম্বর থেকে ঘরোয়া ক্রিকেট শুরু হওয়ার জোর সম্ভাবনা ৷ সেক্ষেত্রে IPL -এর কারণে হয়তো টুর্নামেন্টের শুরুর দিকে বেশ কিছু খেলোয়াড়কে পাবে না রাজ্য দলগুলি ৷ যদিও বেশ কিছু টুর্নামেন্ট বাতিল করতে হচ্ছে BCCI-কে ৷

কোরোনার কারণে ঘরোয়া মরশুম শুরু করতে বিলম্ব হচ্ছে ৷ আর এই বিলম্বের মানে হল এই মরশুমে শুধুমাত্র মুস্তাক আলি ট্রফি ও রণজি ট্রফির আয়োজন করা হবে ৷ যেখানে 38টি টিম হোম, অ্যাওয়ে পদ্ধতিতে 245টি ম্যাচ খেলবে ৷ এবছর বিজয় হাজারে, দলীপ ট্রফি বা চ্যালেঞ্জার ট্রফি অনুষ্ঠিত হবে না ৷ ইরানি কাপ নিয়েও বোর্ডের কোনও পরিকল্পনা নেই ৷ তবে 19 নভেম্বর ঘরোয়া ক্রিকেট শুরু করার বিষয়টি এখনও পাকা নয় ৷ এতে প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুমতি লাগবে ৷ BCCI-এর কর্তা জানিয়েছেন, "একটি অস্থায়ী সূচি তৈরি করে সভাপতি ও সচিব জয় শাহের কাছে পাঠানো হয়েছে ৷"

মেয়েদের টি-20 লিগ ও ওয়ান ডে লিগ আয়োজন করতে চায় বোর্ড ৷ 1-19 নভেম্বর পর্যন্ত মেয়েদের টি-20 লিগ করতে চায় বোর্ড ৷ ওয়ান ডে লিগ হতে পারে 17 মার্চ থেকে 12 এপ্রিল ৷ রণজি ট্রফির জন্য 13 ডিসেম্বর থেকে 10 মার্চ পর্যন্ত সময় ধরা হয়েছে ৷ কিছুদিন আগেই ঘরোয়া ক্রিকেটের জন্য সবকটি রাজ্য ক্রিকেট সংস্থার কাছে 100 পাতার SOP পাঠিয়েছে BCCI ৷

ABOUT THE AUTHOR

...view details