পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শামির বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেবে না BCCI - Arrest Warrent

আজ মহম্মদ শামি ও তাঁর ভাই হাসিদ আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কলকাতার আলিপুর কোর্ট । আদালতের তরফে জানানো হয়েছে, আগামী 15 দিনের মধ্যে শামিকে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন জানাতে হবে ।

শামি

By

Published : Sep 2, 2019, 11:29 PM IST

মুম্বই, 2 সেপ্টেম্বর : চার্জশিটের কপি হাতে না পেয়ে ভারতীয় পেসার মহম্মদ শামির বিরুদ্ধে কোনওকরম ব্যবস্থা নেবে না BCCI । সাফ জানাল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ বর্তমানে ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ় সফরে রয়েছেন মহম্মদ শামি ৷ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম একাদশেও রয়েছেন ৷

আজ মহম্মদ শামি ও তাঁর ভাই হাসিদ আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কলকাতার আলিপুর কোর্ট । আদালতের তরফে জানানো হয়েছে, আগামী 15 দিনের মধ্যে শামিকে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন জানাতে হবে । এর আগে 29 অগাস্ট শামির বিরুদ্ধে আদালতে সমন জারির আবেদন জানিয়েছিলেন বিবি হাসিন জাহান ।

চলতি বছরের 14 মার্চ ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে আলিপুর আদালতে চার্জশিট পেশ করে কলকাতা পুলিশ ৷ বিবি হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে চার্জশিট দেওয়া হয় ৷ এরপর আদালতের তরফে বেশ কয়েকবার তলব করা হয় মহম্মদ শামি ও তাঁর ভাইকে । কিন্তু আদালতে হাজিরা না দেওয়ায় শামি ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে জারি করা হল গ্রেপ্তারি পরোয়ানা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details