মুম্বই, 31 জানুয়ারি : তিন জনের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি গঠন করল BCCI ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে আজ একথা জানিয়ে দেওয়া হয় ৷ তিন জনের কমিটিতে আছেন মদন লাল, রুদ্রপ্রতাপ সিং ও সুলক্ষণা নায়েক ৷
তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি গঠন করল BCCI - ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি গঠন করল BCCI
তিন সদস্য়ের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি গঠন করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ কমিটিতে এলেন মদন লাল, রুদ্রপ্রতাপ সিং ও সুলক্ষণা নায়েক ৷
এর আগে এই কমিটিতে ছিলেন তিন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব, অংশুমান গাইকোয়াড ও শান্থা রাঙ্গাস্বামী ৷ ভারতীয় দলের কোচ হিসাবে রবি শাস্ত্রীকে এই কমিটিই নিয়োগ করার প্রস্তাব দেয় ৷ এরপর যদিও স্বার্থের সংঘাতে 2019 সালের অক্টোবর মাসে তিন জনই পদত্যাগ করেন ৷ তারপর নতুন তিন জনের নাম ঘোষণা করল BCCI ৷
মদন লাল ভারতের হয়ে 39টি টেস্ট ও 67টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৷ তিনি 1983 সালে বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন ৷ পরে তিনি ভারতীয় দলের কোচের ভূমিকায় কাজ করেছেন ৷ এছাড়া জাতীয় নির্বাচক হিসাবেও কাজ করেছেন তিনি ৷ রুদ্রপ্রতাপ সিং ভারতের হয়ে 14টি টেস্ট, 58টি ওয়ানডে, ও 10টি টি-20 ম্যাচ খেলেছেন ৷ 2007 সালে টি-20 বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি ৷ অন্যদিকে সুলক্ষণা নায়েক ভারতীয় মহিলা দলের হয়ে 2টি টেস্ট, 46টি ওয়ানডে ও 31টি টি-20 ম্যাচ খেলেছেন ৷