পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্যারিবিয়ান সফরে নেতৃত্বে কোহলিই , টেস্ট দলে ফিরলেন ঋদ্ধিমান - west indies

প্রাথমিকভাবে সংক্ষিপ্ত ফর্ম্যাটে অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রামে পাঠানোর কথা ছিল ৷ কিন্তু, ওয়েস্ট ইন্ডিজ় সফরে তিনটি ফর্ম্যাটেই খেলবেন বলে দেশে ফিরে বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন তিনি । তারপরেই বোর্ডের সিদ্ধান্ত, রোহিত নন, কোহলির নেতৃত্বেই ক্যারিবিয়ান সফরে যাবে দল ৷

ক্যারিবিয়ান সফরে নেতৃত্বে কোহলিই , টেস্টে ফিরলেন ঋদ্ধিমান

By

Published : Jul 21, 2019, 4:43 PM IST

Updated : Jul 21, 2019, 8:04 PM IST

মুম্বই, 21 জুলাই : ক্যারিবিয়ান সফরের জন্য ঘোষণা করা হল ভারতীয় দল । এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তিনটি ফর্ম্যাটের জন্যই দল ঘোষণা করল আজ । রোহিত নন, কোহলির নেতৃত্বেই ক্যারিবিয়ান সফরে পাঠানো হচ্ছে দল ৷

3 অগাস্ট থেকে ফ্লোরিডায় শুরু হবে T-20 সিরিজ় । প্রাথমিকভাবে সংক্ষিপ্ত ফর্ম্যাটে অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রামে পাঠানোর কথা ছিল ৷ কিন্তু, ওয়েস্ট ইন্ডিজ় সফরে তিনটি ফর্ম্যাটেই খেলবেন বলে দেশে ফিরে বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন তিনি । তবে সীমিত ওভারের ক্রিকেটে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে । অবশ্য টেস্ট সিরিজ়ে মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদবের পাশে দেখা যাবে তাঁকে । বুমরার অনুপস্থিতিতে সীমিত ওভারের জন্য দলে ডাক পেয়েছেন নভদীপ সাইনি ও খলিল আহমেদ । ওয়ান ডে ও T-20-তে বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকেও ।

এদিকে টেস্ট দলে ফিরেছেন রোহিত শর্মা । ওয়ান ডে এবং T-20-তে দলের সহ-অধিনায়ক রোহিত হলেও টেস্টে সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন অজিঙ্কা রাহানেই ৷ পাশাাপশি, চোটের জন্য দলের বাইরে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা টেস্ট দলে ফিরছেন। পাশাপাশি, উইকেটরক্ষক হিসেবে তিনটি ফর্ম্যাটেই দলের সঙ্গে যাচ্ছেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে পাওয়া চোট সারিয়ে ওয়েস্ট ইন্ডিজ় সফরে ওয়ান ডে ও T-20 সিরিজ়ে দেখা যাবে শিখর ধাওয়ানকে ।

  • টেস্ট সিরিজ়ের জন্য ঘোষিত ভারতীয় দল :বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা ও উমেশ যাদব
  • ওয়ান ডে সিরিজ়ের জন্য ঘোষিত ভারতীয় দল :বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও নভদীপ সাইনি
  • T-20 সিরিজ়ের জন্য ঘোষিত ভারতীয় দল :বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার ও নভদীপ সাইনি
Last Updated : Jul 21, 2019, 8:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details