দিল্লি, 1 নভেম্বর : 2020 সালের মহিলা IPL এর টাইটেল স্পনসর হিসেবে টেলিকম সংস্থা জিও-র নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ এটাই প্রথমবার যখন শুধুমাত্র মহিলা ক্রিকেটের জন্য আলাদা করে স্পনসর আনল BCCI ৷
একটি অফিশিয়াল বিবৃতিতে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ BCCI ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটের দিকে নজর দিচ্ছে ৷ এমনই একটি প্রধান এলাকা হল মহিলা ক্রিকেট ৷ আমি আশা করি জিও মহিলা টি-20 চ্যালেঞ্জ অনেক তরুণীকে ক্রিকেট খেলার প্রতি আকর্ষণ করবে ৷ পিতা-মাতারাও মেদেয়ের ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হবেন ৷’’