পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মহিলা IPL-র টাইটেল স্পনসর জিও - টেলিকম সংস্থা জিও

নভেম্বরের 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত শারজায় তিন দলের মহিলা IPL অনুষ্ঠিত হবে ৷ টুর্নামেন্টের তিন দল হল ট্রেলব্লেজ়ার্স, সুপারনোভাস এবং ভেলোসিটি ৷

2020 Women's T20
2020 Women's T20

By

Published : Nov 1, 2020, 9:20 PM IST

দিল্লি, 1 নভেম্বর : 2020 সালের মহিলা IPL এর টাইটেল স্পনসর হিসেবে টেলিকম সংস্থা জিও-র নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ এটাই প্রথমবার যখন শুধুমাত্র মহিলা ক্রিকেটের জন্য আলাদা করে স্পনসর আনল BCCI ৷

একটি অফিশিয়াল বিবৃতিতে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ BCCI ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটের দিকে নজর দিচ্ছে ৷ এমনই একটি প্রধান এলাকা হল মহিলা ক্রিকেট ৷ আমি আশা করি জিও মহিলা টি-20 চ্যালেঞ্জ অনেক তরুণীকে ক্রিকেট খেলার প্রতি আকর্ষণ করবে ৷ পিতা-মাতারাও মেদেয়ের ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হবেন ৷’’

নভেম্বরের 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত শারজায় তিন দলের মহিলা IPL অনুষ্ঠিত হবে ৷ টুর্নামেন্টের তিন দল হল ট্রেলব্লেজ়ার্স, সুপারনোভাস এবং ভেলোসিটি ৷ ভারতের তিন তারকা ক্রিকেটার তিন দলের অধিনায়ক ৷ মিতালি রাজ অধিনায়কত্ব করবেন ভেলোসিটির ৷ ট্রেলব্লেজ়ার্সের অধিনায়ক স্মৃতি মান্ধানা ৷ অন্যদিকে সুপারনোভাসের দায়িত্ব থাকছে হরমনপ্রীত কাউরের হাতে ৷

11 অক্টোবর BCCI মহিলা IPL এর সূচি ও দল ঘোষণা করে ৷ গত বছরের ফাইনালিস্ট সুপারনোভাস প্রথম ম্যাচে ভেলোসিটির মুখোমুখি হবে ৷

ABOUT THE AUTHOR

...view details