কথায় বলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী ৷ বাংলাদেশ মহিলা ক্রিকেট টিমের তারকা পেসার জাহানারা আলমের ক্ষেত্রে কথাটা একেবারে যথার্থ ৷ মাঠে নামলেও চোখের কোণে কাজলের রেখা টানতে ভোলেন না তিনি ৷ চলতি বছরে টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে 18 রানে হারিয়েছিল ভারত ৷ তবে পড়শি দেশের হারের চেয়ে ক্রিকেটপ্রেমীদের আলোচনায় উঠে আসেন অধিনায়ক জাহানারা আলম ৷ সোশাল মিডিয়ায় তাঁর সক্রিয়তা, মাঠের পারফরম্যান্স, টি-20 বিশ্বকাপের খারাপ প্রদর্শন, মেয়েদের IPL খেলার অভিজ্ঞতা সহ নানা বিষয়ে ETV ভারতের সঙ্গে কথা বললেন জাহানারা ৷
- ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মাল কবে ?
জাহানারা : আমার ক্রিকেটে পা দেওয়ার গল্প শুনে অনেকেই মজা পান ৷ তবে আমার কাছে বিষয়টি খুব সোজা ৷ তখন আমার 14 বছর বয়স ৷ আমার কাছে খেলা মানে ছিল হ্যান্ডবল আর ভলিবল ৷ ক্রিকেটের নিয়ম কানুনের বিন্দুবিসর্গও বুঝতাম না বলে তখনও টিভি খুলে ক্রিকেট ম্যাচ দেখিনি ৷ বাংলাদেশে ক্রিকেট দলের কোচ তখন সেখ সালাউদ্দিন ৷ মেনস্ট্রিম ক্রিকেট দলের বাইরে তিনি মেয়েদের আরও একটি টিম তৈরি করতে চেয়েছিলেন ৷ সেই টিমে আমাকে যোগ দেওয়ার প্রস্তাব দেন সালাউদ্দিন স্যার ৷ আমিও প্রস্তাব পেয়ে হ্যাঁ করে দিই ৷ সালটা ছিল 2007 ৷
প্রথম প্রথম সব বিভাগেই ব্যর্থ হতাম ৷ বোলিং, ব্যাটিং, ফিল্ডিং কোনওকিছুই পারতাম না ৷ তবে হাল না ছেড়ে কোচ আমাকে অনুশীলন চালিয়ে যেতে বলেন ৷ একমাসের মধ্যে আমি মিডিয়াম পেস বোলার হিসেবে দলে পরিচিতি পাই ৷ আমাদের প্রথম টুর্নামেন্ট ছিল ওপেন টুর্নামেন্ট ৷ আমিই ছিলাম টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ৷ পরের বছরই জাতীয় দলে ডাক পাই ৷ সেই তখন থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্য আমি ৷
- ক্রিকেটার হতে গিয়ে কতটা স্ট্রাগল করতে হয়েছে ?
জাহানারা : এক্ষেত্রে আমি নিজেকে লাকি মনে করি ৷ কারণ ক্রিকেট জগতে প্রবেশের জন্য আমাকে বেশি স্ট্রাগল করতে হয়নি ৷ পরিবার সব সময় আমার পাশে থেকেছে ৷ বাবার সাপোর্ট সবচেয়ে বেশি পেয়েছি ৷ এখনও পাই ৷ যখন খেলা শুরু করি অনেকেই বাবাকে উপদেশ দিয়েছিল, মেয়েকে ক্রিকেটার না বানিয়ে পড়াশোনা শিখিয়ে বিয়ে দিন ৷ বাবা বলেছিল, ও তো কিছু ভুল করছে না ৷ আমার মেয়ে খেলতে চাইলে খেলুক ৷
- এতো গেল আপনার কথা ৷ কিন্তু সব মেয়ে তো এতটা লাকি হয় না
জাহানারা : 2018 সালের আগে সত্যিই বিষয়টি বেশ কঠিন ছিল ৷ কিন্তু 2018 সালের এশিয়া কাপের পর পরিস্থিতি বদলে যায় ৷ এশিয়া কাপের পর থেকেই অভিভাবকরা মেয়েদের ক্রিকেট মাঠে পাঠাতে শুরু করে ৷ শুধু ক্রিকেটই নয়, সব খেলার ক্ষেত্রেই এটা ঘটেছে ৷ অভিভাবকরা মেয়েদের খেলাধুলোর ক্ষেত্রে উৎসাহ দিচ্ছে ৷
- বাংলাদেশে মহিলা ক্রিকেট কতটা জনপ্রিয় ?
জাহানারা : এখন প্রচুর মানুষ মেয়েদের ক্রিকেট দেখেন ৷ বাংলাদেশ এমনিতেই ক্রিকেট পাগল দেশ ৷ মেয়েদের ক্রিকেটের ক্ষেত্রে পরিস্থিতির অনেক বদল ঘটেছে ৷
- ভারত না পাকিস্তান, ফেবারিট প্রতিপক্ষ কোন দেশ ?