দিল্লি, 26 জুলাই: দীর্ঘ লকডাউন ৷ গৃহবন্দী মানুষ ৷ এমতবস্থায় কীভাবে দিন কাটাচ্ছেন ক্রীড়াবিদরা ? দিনভর জিমে ওয়ার্কআউট, মাঠে অনুশীলন নিয়ে যারা থাকতেন তারাই বদ্ধ ঘরে আবদ্ধ ৷ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি জানালেন তিনি কীভাবে লকডাউন দিন কাটাচ্ছেন ৷
লকডাউনের সময়ই স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিন ছিল ৷ আর স্ত্রীর জন্মদিনে নিজের হাতেই কেক বানিয়েছেন বিরাট ৷ এটাই তাঁর প্রথম কেকে তৈরির প্রচেষ্টা, সেটাও জানাতে ভোলেননি বিরাট ৷
ভারতীয় ক্রিকট কন্ট্রোল বোর্ড সম্প্রতি একটি ভিডিয়ো টুইট করেছে ৷ সেখানে বিরাট কোহলি ও ময়ঙ্ক আগরওয়ালের কথপোকথন আছে ৷ সেখানে বিরাট বলেন,‘‘ আমি জীবনে প্রথমবার অনুষ্কার জন্মদিনের জন্য কেক বানালাম ৷ তাই এটা আমার কাছে সেরা কোয়ারানটিন গল্প ৷ আমি জীবনে কখনও কেক বানাইনি ৷ কিন্তু প্রথম প্রচেষ্টাতেই আমি সফল হয়েছি ৷ অনুষ্কা আমাকে বলেছে ওর কেকটা দারুন পছন্দ হয়েছে ৷ এটা একটা বিশেষ ব্যাপার ছিল ৷’’
কোহলিকে লকডাউন থেকে কী শিখলেন জানতে চাওয়া হয় ৷ জবাবে বিরাট বলেন, ‘‘ এই সময়ে আমি বুঝতে পেরেছি জীবনে ফোকাস করা দরকার ৷ ক্রিকেট শুধুমাত্র এর একটা অংশ মাত্র ৷