কলকাতা, 20 ডিসেম্বর : মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন খতিয়ে দেখতে আজ দুপুরে ইডেন ঘুরে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজ়হারউদ্দিন । বর্তমানে তিনি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট । সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে আসন্ন টুর্নামেন্টের আয়োজনের ব্যাপারে যাবতীয় খবর নেন । বিশেষ করে বায়ো বাবলের ব্যবস্থাপনার খবর নেন তিনি ।
ইডেন আজ়হারের অন্যতম প্রিয় মাঠ । আন্তর্জাতিক সেঞ্চুরির মধ্যে সবচেয়ে বেশি তিনি এখানেই করেছেন । কোরোনা পরিস্থিতি সত্ত্বেও নিজের প্রিয় মাঠে আসতে পেরে খুশি । তবে পরিস্থিতি কঠিন সত্ত্বেও ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে 22 গজে বল গড়ানোর ব্যবস্থা করেছে, তার সমর্থক আজ়হার । একইভাবে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়েরও প্রশংসা করেছেন তিনি ।
নতুন বছরের শুরুতেই নতুন মরশুমে ঘরোয়া ক্রিকেটে বল গড়ানোর কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । সচিব জয় শাহ বোর্ড অনুমোদিত রাজ্য সংস্থাগুলোকে নতুন মরশুমে ক্রিকেট শুরুর কথা জানিয়ে দিয়েছেন । মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্ট হতে চলেছে মরশুমের প্রথম ক্রিকেট প্রতিযোগিতা । 10 জানুয়ারি থেকে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে । এলিট গ্রুপকে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে । এছাড়াও রয়েছে প্লেট গ্রুপে থাকা দল ।