পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রুটের উইকেট উপড়ে লাল বলে স্বপ্নের আগমন অক্ষরের - Axar Patel Dismisses Joe Root

11তম ওভারে অক্ষরের ডেলিভারি সুইপ করতে গিয়ে ব্যাটের আগায় বল লেগে শর্ট ফাইন লেগে দাঁড়ানো রবিচন্দ্রন অশ্বিনের হাতে সহজ ক্যাচ তুলে দেন ৷

Axar Patel Takes His Maiden Test Wicket, Dismisses Joe Root
Axar Patel Takes His Maiden Test Wicket, Dismisses Joe Root

By

Published : Feb 14, 2021, 10:52 PM IST

চেন্নাই, 14 ফেব্রুয়ারি : একেই বলে বোধহয় স্বপ্নের আগমন ৷ চোট পেয়ে টেস্ট অভিষেকের পর্বটায় একটু বিলম্ব হয়েছে ঠিকই, কিন্তু রোখা যায়নি ৷ চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক পর্বটা স্মরণীয় করে রাখলেন গুজরাতের বাঁ হাতি স্পিন অক্ষর প্যাটেল ৷ লাল বলের ক্রিকেটে তাঁর প্রথম শিকার ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ৷ যাঁর ব্যাটে সিরিজ়ের প্রথম টেস্টে বড়সড় হারের মুখ দেখেছে ভারত ৷

প্রথম টেস্টে জো রুটের দ্বিশতরানে ভর করে রানের পাহাড় খাড়া করেছিল ইংল্যান্ড ৷ ভারতীয় ব্যাটসম্যানরা সেই পাহাড় অতিক্রম করতে পারেনি ৷ ফলে বড় রানের ব্যবধানে ঘরের মাঠে লজ্জার হারের মুখে পড়তে হয়েছে ৷ তাই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তথা ইংরেজ অধিনায়কের উইকেটের মূল্য বুঝতে ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না ৷ রবিবার টেস্টের দ্বিতীয় দিনে মাত্র 6 রানে জো রুটকে ফেরানো ভারতীয়দের বড় সাফল্য ৷ থ্রি লায়ন্সদের অধিনায়ক তখন সবেমাত্র 12 বলে 6 রান তুলেছেন ৷ 11তম ওভারে অক্ষরের ডেলিভারি সুইপ করতে গিয়ে ব্যাটের আগায় বল লেগে শর্ট ফাইন লেগে দাঁড়ানো রবিচন্দ্রন অশ্বিনের হাতে সহজ ক্যাচ তুলে দেন ৷ রুটের ফেরার সময় সফরকারী দলের স্কোর ছিল 10.3 ওভারে তিন উইকেট হারিয়ে 21 রান ৷

আরও পড়ুন : অশ্বিনের ঘূর্ণিতে দিশেহারা ইংল্যান্ড, 249 রানে এগিয়ে কোহলি ব্রিগেড

প্রথম ইনিংসে দুটি উইকেট নিয়েছেন অক্ষর ৷ রুট ছাড়াও মইন আলির উইকেট নেন গুজরাতি স্পিনার ৷ অশ্বিনের ঘূর্ণির সামনে কার্যত কুপোকাত ইংরেজ বাহিনী । প্রথম ইনিংসে 134 রানে গুটিয়ে যায় ইংরেজরা। দ্বিতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের থেকে 249 রানে এগিয়ে ।

আরও পড়ুন : হৃদমাঝারে... বাইশ গজ ছাড়িয়ে

ABOUT THE AUTHOR

...view details