পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রুটের উইকেট উপড়ে লাল বলে স্বপ্নের আগমন অক্ষরের

11তম ওভারে অক্ষরের ডেলিভারি সুইপ করতে গিয়ে ব্যাটের আগায় বল লেগে শর্ট ফাইন লেগে দাঁড়ানো রবিচন্দ্রন অশ্বিনের হাতে সহজ ক্যাচ তুলে দেন ৷

Axar Patel Takes His Maiden Test Wicket, Dismisses Joe Root
Axar Patel Takes His Maiden Test Wicket, Dismisses Joe Root

By

Published : Feb 14, 2021, 10:52 PM IST

চেন্নাই, 14 ফেব্রুয়ারি : একেই বলে বোধহয় স্বপ্নের আগমন ৷ চোট পেয়ে টেস্ট অভিষেকের পর্বটায় একটু বিলম্ব হয়েছে ঠিকই, কিন্তু রোখা যায়নি ৷ চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক পর্বটা স্মরণীয় করে রাখলেন গুজরাতের বাঁ হাতি স্পিন অক্ষর প্যাটেল ৷ লাল বলের ক্রিকেটে তাঁর প্রথম শিকার ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ৷ যাঁর ব্যাটে সিরিজ়ের প্রথম টেস্টে বড়সড় হারের মুখ দেখেছে ভারত ৷

প্রথম টেস্টে জো রুটের দ্বিশতরানে ভর করে রানের পাহাড় খাড়া করেছিল ইংল্যান্ড ৷ ভারতীয় ব্যাটসম্যানরা সেই পাহাড় অতিক্রম করতে পারেনি ৷ ফলে বড় রানের ব্যবধানে ঘরের মাঠে লজ্জার হারের মুখে পড়তে হয়েছে ৷ তাই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তথা ইংরেজ অধিনায়কের উইকেটের মূল্য বুঝতে ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না ৷ রবিবার টেস্টের দ্বিতীয় দিনে মাত্র 6 রানে জো রুটকে ফেরানো ভারতীয়দের বড় সাফল্য ৷ থ্রি লায়ন্সদের অধিনায়ক তখন সবেমাত্র 12 বলে 6 রান তুলেছেন ৷ 11তম ওভারে অক্ষরের ডেলিভারি সুইপ করতে গিয়ে ব্যাটের আগায় বল লেগে শর্ট ফাইন লেগে দাঁড়ানো রবিচন্দ্রন অশ্বিনের হাতে সহজ ক্যাচ তুলে দেন ৷ রুটের ফেরার সময় সফরকারী দলের স্কোর ছিল 10.3 ওভারে তিন উইকেট হারিয়ে 21 রান ৷

আরও পড়ুন : অশ্বিনের ঘূর্ণিতে দিশেহারা ইংল্যান্ড, 249 রানে এগিয়ে কোহলি ব্রিগেড

প্রথম ইনিংসে দুটি উইকেট নিয়েছেন অক্ষর ৷ রুট ছাড়াও মইন আলির উইকেট নেন গুজরাতি স্পিনার ৷ অশ্বিনের ঘূর্ণির সামনে কার্যত কুপোকাত ইংরেজ বাহিনী । প্রথম ইনিংসে 134 রানে গুটিয়ে যায় ইংরেজরা। দ্বিতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের থেকে 249 রানে এগিয়ে ।

আরও পড়ুন : হৃদমাঝারে... বাইশ গজ ছাড়িয়ে

ABOUT THE AUTHOR

...view details