পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এবারের অস্ট্রেলিয়া সফর সহজ হবে না, মত সৌরভের - বর্ডার-গাভাসকর ট্রফি

বছর শেষে অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে ভারত ৷ এবারের লড়াইটা সহজ হবে না বলে মনে করলেও দলের উপর আস্থা রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।

australia tour is going to be a tough series says bcci president sourav ganguly
australia tour is going to be a tough series says bcci president sourav ganguly

By

Published : Jul 12, 2020, 1:16 PM IST

কলকাতা, 12 জুলাই: বছর শেষে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বিরাট কোহলিরা ৷ নিশ্চিত করেছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আর এবার অস্ট্রেলিয়ার সঙ্গে মোকাবিলা যথেষ্ট কঠিন হতে চলেছে বলে মনে করছেন তিনি ৷

বছর দুয়েক আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ়ে জিতে ইতিহাস গড়েছিল বিরাট কোহলির ভারত ৷ বিরাট কোহলির নেতৃত্বে সেই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে অজ়িদের হারানোর কৃতিত্ব গড়েছিল ভারতীয় দল ৷ এবছরের শেষে ফের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন কোহলিরা ৷ সীমিত ওভারের সিরিজ়ের পাশাপাশি খেলা হবে চার ম্যাচের টেস্ট সিরিজ় ৷ ভারত কী পারবে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখতে? BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, "কাজটা মোটেও সহজ হবে না ৷ এবারের সিরিজ়টা ভারতের জন্য কঠিন হতে চলেছে ৷ দু'বছর আগে যা পরিস্থিতি ছিল এখন আর তা নেই ৷ এবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে হবে ভারতকে ৷"

2018 সালটা অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য কালো অধ্যায় ৷ বাইশ গজে অজ়িদের ঔদ্ধত্য এক লহমায় মিশে গেছিল যখন বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে নির্বাসনের মুখে পড়েছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট ৷ সেই বছরই স্মিথ, ওয়ার্নারের অনুপস্থিতিতে টিম পেইনের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছিল ভারত ৷ এবার আর সেই পরিস্থিতি নেই ৷ নির্বাসন কাটিয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরেছেন স্টিভ স্মিথ ৷ গত বছর অ্যাসেজ়েই তা বোঝা গেছে ৷ অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে ব্রায়ান লারার অপরাজিত 400 রানের বিশ্বরেকর্ড ভাঙার কাছে চলে গেছিলেন ডেভিড ওয়ার্নার ৷ তাই কোহলিদের এবার এই দুই শক্তিশালী ব্যাটসম্যানের মোকাবিলা করতে হবে ৷

তবে ভারতের বিশ্বমানের বোলিং বিভাগের উপর যথেষ্ট আস্থা রয়েছে সৌরভের ৷ তিনি বলেন, "আমাদের বোলিং বিভাগ ভালো ৷ ব্যাটিং বিভাগও ভালো ৷ শুধু ব্যাটসম্যানদের আর একটু ভালো খেলতে হবে ৷ তাহলেই বিদেশের মাটিতে সেরা ব্যাটিং দল হয়ে উঠবে ভারত ৷" শুধু ভালো খেলাই নয়, বোর্ড প্রেসিডেন্ট চাইছেন অস্ট্রেলিয়ার মাটিতে জিতে ফিরুক ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details