পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্মিথের জোড়া সেঞ্চুরি, বার্মিংহাম টেস্ট জিতল অস্ট্রেলিয়া - Patt Cummins

দুই ইনিংসে শতরান করে প্রত্যাবর্তন রাঙিয়ে রাখলেন স্টিভ স্মিথ ৷ অ্যাশেজ়ের প্রথম টেস্টে ইংল্যান্ডকে 251 রানে গুঁড়িয়ে দিল অজ়িরা ৷ লায়ন নিলেন 6 উইকেট ৷

অস্ট্রেলিয়া

By

Published : Aug 5, 2019, 11:44 PM IST

বার্মিংহাম, 5 অগাস্ট : অ্যাশেজ় সিরিজ়ের প্রথম টেস্টে ইংল্যান্ডকে 251 রানে হারিয়ে দিল অষ্ট্রেলিয়া ৷ প্রত্যাবর্তনের ম্যাচে দুই ইনিংসে শতরান করে নায়ক স্টিভ স্মিথ ৷ 5 ম্যাচের সিরিজ়ে 1-0 তে এগিয়ে গেল ক্যাঙারু বাহিনী ৷ শেষ দিনে একা হাতে ইংল্যান্ডের দর্পচূর্ণ করলেন নাথান লায়ন ৷ 49 রান দিয়ে 6 উইকেট নেন লায়ন ৷ 28 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন প্যাট কামিন্স ৷

প্রথম ইনিংসে 90 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্যাগি গ্রিন শিবির ৷ স্টিভ স্মিথের 142 ও ম্যাথু ওয়েডের 110 রানের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে 7 উইকেট হারিয়ে 487 রানে শেষ করে অজ়িরা ৷ ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় 398 রান ৷ হাতে একটা গোটা দিন ৷

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতেও বোঝা যায়নি তাঁদের জন্য লায়ন ঝড় অপেক্ষা করছে ৷ চতুর্থ দিনের শেষে উইকেট না খুইয়ে 13 রান তোলে থ্রি লায়নসরা ৷ পঞ্চম দিনের শুরু থেকেই লায়নের 'গর্জন' শুরু হয় ৷ একদিকে লয়ান আরেক দিকে কামিন্স ৷ একদিকে বিষাক্ত স্পিন আরেক দিকে আগুনে পেস ৷

নিয়মিত ব্যবধানে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সাজঘরে পাঠাতে থাকে লায়ন-কামিন্স জুটি ৷ 85 রানে 4 উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ইংল্যান্ড ৷ দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই তিন উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড ৷ সেই সময়ই ম্যাচের ভাগ্য চলে যায় অজ়িদের দখলে৷ শেষ পর্যন্ত 146 রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস ৷ 251 রানে বার্মিংহ্যাম টেস্ট জিতে ক্যাঙারু শিবির ৷ জোড়া সেঞ্চুরি করে ম্যাচের সেরা স্মিথ ৷

ABOUT THE AUTHOR

...view details