মেলবোর্ন, 28 ডিসেম্বর : অ্যাডিলেড টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি । এদিকে চোটের কারণে বর্ডার-গাভাসকর ট্রফিতে নেই ইশান্ত শর্মা । এই অবস্থায় ফের চোটের কবলে ভারতীয় শিবির । আজ বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে চোট পেয়ে মাঠ ছাড়লেন পেসার উমেশ যাদব । অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করার সময় পায়ে চোট পান তিনি ।
মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে ছন্দে ছিলেন উমেশ । দ্বিতীয় ইনিংসে জো বার্নসের উইকেটও নেন তিনি । তাল কাটে নিজের চতুর্থ ওভারের তৃতীয় বলে । বল ডেলিভারির সময় পায়ে অস্বস্তি অনুভব করেন তিনি । মাঠে দৌড়ে আসেন ফিজ়িও । এরপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি । জানা গিয়েছে, বাম পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন । তাঁর ওভার সম্পূর্ণ করেন মহম্মদ সিরাজ় ।