পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অশ্বিনের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলাম না : স্মিথ - স্টিভ স্মিথ

চলতি সিরিজে মোটেও ছন্দে নেই স্মিথ । অ্যাডিলেড টেস্টে তাঁকে 1 রানে ফেরান অশ্বিন ।

Ash
Ash

By

Published : Dec 29, 2020, 5:02 PM IST

মেলবোর্ন, 29 ডিসেম্বর : বাকি স্পিনারদের যেমন চাপে ফেলার চেষ্টা করেন, ভারতীয় দলের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ক্ষেত্রে তেমনটা করেননি অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মূল স্টিভ স্মিথ । বরং অশ্বিনকে নিজের শর্ত মেনে চলতে দিয়েছেন । বলছেন স্মিথ ।

চলতি সিরিজে মোটেও ছন্দে নেই স্মিথ । অ্যাডিলেড টেস্টে তাঁকে 1 রানে ফেরান অশ্বিন । স্মিথ বলেছেন, "আমি সম্ভবত অশ্বিনের বিরুদ্ধে ততটা খেলিনি যতটা খেলতে পছন্দ করি । সম্ভবত ওকে আরও কিছুটা চাপের মধ্যে ফেলতে পছন্দ করতাম । ওকে নিজের শর্তে চলতে দিয়েছি । এর আগে কেরিয়ারে অন্য কোনও স্পিনারের সঙ্গে এমনটা করিনি । বরং স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছি ।"

চলতি সিরিজের দুটি টেস্টেই স্মিথের উইকেট নিয়েছেন অশ্বিন । তবে, নিজের ফর্ম নিয়ে চাপে রয়েছেন স্মিথ । গত 15 মাসে 13টি টেস্ট ইনিংস খেলেও সেঞ্চুরি আসেনি । গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার 211 রানের ইনিংস খেলেন । তিনি বলেছেন, "এই মুহূর্তে মিডল অর্ডারে আর একটু সময় কাটাতে চাই। এটাই আমার কাছে সবচেয়ে গুরত্বপূর্ণ ।"

ABOUT THE AUTHOR

...view details