পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আর শূন্য গ্যালারি নয়, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ে স্টেডিয়ামে ফিরছে দর্শক

সংক্রমণের আতঙ্ক কাটিয়ে 22 গজে ফিরেছে ক্রিকেট ৷ যদিও স্টেডিয়ামে দর্শক প্রবেশের উপর নিষেধাজ্ঞা ছিল ৷

By

Published : Nov 10, 2020, 4:11 PM IST

আর শূন্য গ্যালারি নয়, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ে স্টেডিয়ামে ফিরছে দর্শক
আর শূন্য গ্যালারি নয়, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ে স্টেডিয়ামে ফিরছে দর্শক

সিডনি, 10 নভেম্বর : ফের ক্রিকেট স্টেডিয়ামে শোনা যাবে দর্শকদের রব ৷ স্টেডিয়ামে উপস্থিত হয়ে প্রিয় দলের হয়ে ফের গলা ফাটাতে পারবেন ক্রিকেট প্রেমীরা ৷ ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়েই ফিরবে ক্রিকেট মাঠের চেনা দৃশ্য ৷

সংক্রমণের আতঙ্ক কাটিয়ে 22 গজে ফিরেছে ক্রিকেট ৷ যদিও স্টেডিয়ামে দর্শক প্রবেশের উপর নিষেধাজ্ঞা ছিল ৷ IPL-এর মতো টুর্নামেন্টও খেলা হয়েছে ফাঁকা গ্যালারির সামনে ৷ তবে অস্ট্রেলিয়া সফরে ফাঁকা গ্যালারির সামনে খেলতে হবে না বিরাট কোহলিদের ৷ অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের ম্যাচে 27 হাজার দর্শক প্রবেশ করতে পারবে ৷ নিশ্চিত করছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

কোরোনা পরবর্তী বিশ্বে এই প্রথম দর্শকের উপস্থিতিতে হবে ক্রিকেট ম্যাচ ৷ ভারত-অস্ট্রেলিয়া গোলাপি বলের টেস্ট ম্যাচ সেই ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে ৷ অ্যাডিলেডে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে, এমন ইঙ্গিত আগেই মিলেছিল ৷ মঙ্গলবার তা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ 27 হাজার দর্শকের অর্থ হল অ্যাডিলেডের আসনসংখ্যার 50 শতাংশ দর্শক উপস্থিত থাকার অনুমতি মিলেছে ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, অ্যাডিলেড ওভালের ম্যাচে 50 শতাংশ দর্শক বেঁধে দেওয়া হয়েছে ৷ দিন-রাতের স্টেস্টের প্রথম দিন থেকে প্রতিদিন 27 হাজার দর্শক খেলা দেখতে পারবেন ৷ ওয়েবসাইটে প্রতিদিনের টিকিট পাওয়া যাবে ৷

অ্যাডিলেডে 50 শতাংশ দর্শকের উপস্থিতির অনুমতি মিললেও মেলবোর্নে বক্সিং ডে টেস্টের সাক্ষী থাকতে পারবে মাত্র 25 শতাংশ দর্শক ৷ ব্রিসবেনের গাব্বায় আসনসংখ্যার 75 শতাংশ দর্শক প্রবেশের অনুমতি মিলেছে ৷ গাব্বায় 30 হাজার দর্শকের সামনে খেলবেন কোহলিরা ৷ এদিকে সিডনিতে দ্বিতীয় টেস্টে থাকবে 23 হাজার দর্শক ৷ যা সিডনির আসন সংখ্যার 50 শতাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details