দিল্লি, 29 জানুয়রি : চলতি বছরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে ৷ কিন্তু নিজেদের আগের অবস্থান ধরে রেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা BCCI জানিয়ে দেয় কেন্দ্র সরকারের অনুমতি ছাড়া পাকিস্তানে খেলতে যাবে না ভারত ৷ এমতাবস্থায় পাকিস্তানে এশিয়া কাপ নিয়ে ঘোর অনিশ্চিয়তা দেখা দেয় ৷
পাকিস্তানে এশিয়া কাপে অনিশ্চয়তা, বৈঠকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল - এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে
আসন্ন এশিয়া কাপ নিয়ে বৈঠকে বসতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ এবারের এশিয়া কাপের আসর বসার কথা ছিল পাকিস্তানে ৷ কিন্তু পাকিস্তানে খেলতে যেতে নারাজ ভারত ৷
এশিয়া কাপ
এবার এই ইশুতে নতুন সম্ভাবনা দেখা গেল ৷ সূত্রের খবর, আসন্ন ফ্রেব্রুয়ারি মাসে এই বিষয় নিয়ে বৈঠকে বসতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা ACC ৷ পাকিস্তান এবারের এশিয়া কাপের আয়োজক তাই তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে ৷ পাকিস্তানই ঠিক করবে কোথায় এশিয়া কাপ হবে ৷
আসন্ন টি-20 বিশ্বকাপ মাথায় রেখে এবারের এশিয়া কাপ হতে চলেছে টি-20 ফরম্যাটে ৷ ফলে বিশ্বকাপের আগে অনুশীলনের সুযোগ পাবে দলগুলি ৷