কলকাতা, 28 ফেব্রুয়ারি : আসন্ন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট দুবাইয়ে অনুষ্ঠিত হবে। ভারত এবং পাকিস্তান দুই দেশই এশিয়া কাপে অংশগ্রহণ করবে। আজ সন্ধ্যায় এই খবর জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । 3 মার্চ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে দুবাই যাচ্ছেন সৌরভ । তার আগে একথা জানালেন তিনি ৷
প্রথমে এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । কিন্তু পাকিস্তানে গিয়ে ভারতএশিয়া কাপ খেলবে না আগেই জানিয়েছে । এই অবস্থায় নিজেদের অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান। দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এশিয়া কাপের স্থান পরিবর্তনে সিলমোহর পড়বে ।
পাশাপাশি মহিলা T-20 বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল ওঠায় খুশি তিনি । হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় দলকে অভিনন্দনও জানিয়েছেন। বলেন, “দারুণ ক্রিকেট খেলেছে ভারতীয় মেয়েরা। বিশ্বকাপে কোনও দল ফেভারিট ছিল না। নিজেদের ভালো দল বলে প্রমাণ করেছে। এখন দেখি কোথায় আমাদের মেয়েরা শেষ করে“ । টানা তিন ম্যাচ জিতে ভারতীয় দল ফাইনালে উঠেছে।