মুম্বই, 21 ফেব্রুয়ারি : ব্যাট-বল তুলে রাখার সিদ্ধান্ত নিলেন প্রজ্ঞান ওঝা ৷ একই সঙ্গে অন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি ৷ ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটার আঙিনায় মোট 48টি ম্যাচ খেলেছেন প্রজ্ঞান ৷ 24টি টেস্টে 30.26 গড়ে 113টি উইকেট তুলে নিয়েছেন ভারতীয় এই বাঁ-হাতি স্পিনার ৷
ঘরোয়া পোশাকে প্রজ্ঞান ওঝা
‘‘আমার জীবনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার সময় এসে গেছে ৷ আমার প্রতি সমর্থকদের ভালোবাসা ও সমর্থন চিরতরে আমার সঙ্গে থাকবে এবং আমাকে সারা জীবন অনুপ্রেরণা জোগাবে ৷ ’’ টুইট করে এই কথা জানান প্রজ্ঞান ৷
সৌরভের সঙ্গে প্রজ্ঞান ওঝা
একনজরে দেখা নেওয়া যাক নিজের ক্রিকেট জীবনে প্রজ্ঞানের কিছু স্মরণীয় মুহূর্ত ৷
2006-07 রণজি ট্রফি : নিজের প্রথম শ্রেণী ম্যাচে প্রজ্ঞানের অভিষেক হয় 2005 সালে ৷ কিন্তু 2006-07 মরশুমে হায়দরাবাদের হয়ে দুরন্ত পারফরমেন্স করেন প্রজ্ঞান ৷ 20 গড় নিয়ে 29টি উইকেট তুলে নেন তিনি ৷ মুম্বইয়ের বিরুদ্ধে এক ইনিংসে 6 উিকেট তুলে নেন তিনি ৷টেস্ট ম্যাচে অভিষেক: 2009 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের আঙিনায় অভিষেক হয় প্রজ্ঞানের ৷ অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট তুলে নিয়ে নজির গড়েন তিনি ৷ ম্যাচে 4টি উইকেট তোলেন প্রজ্ঞান ৷
টি-20 ম্যাচে দুরন্ত অভিষেক : 2009 সালের টি-20 বিশ্বকাপে চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় এই বাঁ-হাতি স্পিনারের ৷প্রথম ম্যাচেই 4টি উইকেট তুলে নেন তিনি ৷ দীনেশ কার্তিক ও এস বদ্রীনাথের পর তিনিই তৃতীয় ভারতীয় হিসাবে অভিষেক টি-20 ম্যাচেই সেরার শিরোপা অর্জন করেন ৷
টেস্টের স্মরণীয় মুহূর্ত : সচিন রমেশ তেন্ডুলকরের বিদায়ী ম্যাচ ৷ ওয়াংখেড়ে টেস্টে দুই ইনিংসে 10 উইকেট তুলে নেনে তিনি ৷ দুই ইনিংসেই 5টি করে উইকেট নেন তিনি ৷ কিন্তু আশ্চর্যজনক ভাবে এরপর আর কোনও টেস্টে ভারতীয় দলে সুযোগ পাননি তিনি ৷
IP -এ বেগুনী টুপি অর্জন : 2011 সালে IPL -এ বেগুনী টুপি অর্জন করেন প্রজ্ঞান ওঝা ৷ ওই মরশুমে প্রজ্ঞান 21টি উইকেট তুলে নেন ৷ কিন্তু রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে তৃতীয় স্থানেই শেষ করে হায়দরাবাদ ডেকান চার্জার্স