পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রথম দিনের অনুশীলনেই লক্ষ্য বেঁধে দিলেন অরুণলাল - আসন্ন মুস্তাক আলি ট্রফিতে বাংলাকে সাফল্য দেওয়ার কথা বললেন অভিমন্যু ঈশ্বরণ

অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ বলেছেন,"ঘরোয়া ক্রিকেটে বল গড়াবে দেখে ভালো লাগছে । আমরা ইতিমধ্যে বেঙ্গল টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছি । সেখানে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি । এবার সেই ত্রুটি শুধরে মুস্তাক আলি টি টোয়েন্টিতে নামতে হবে । লক্ষ্মণ স্যারের অধীনে অনেক কিছু শিখলাম ।

অরুনলাল
অরুনলাল

By

Published : Dec 17, 2020, 11:11 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : বেঙ্গল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট থেকে শিক্ষা নিয়ে আসন্ন মুস্তাক আলি ট্রফিতে বাংলাকে সাফল্য দেওয়ার কথা বললেন অভিমন্যু ঈশ্বরণ । বৃহস্পতিবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে অনুশীলন শুরু করেছে বাংলা দল । কোচ অরুণলাল সহ 26 সদস্যের সাম্ভাব্য দল উপস্থিত ছিল।

উপস্থিত ছিলেন ব্যাটিং পরামর্শ দাতা ভিভিএস লক্ষ্মণ । যুগ্ম সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজে গিয়ে বাংলা দলের সঙ্গে কথা বলেন । আটমাস বন্ধ থাকার পরে ময়দানের বাইশগজে বল গড়িয়েছে । বাংলা দল নতুন মরশুমে প্রথমবার অনুশীলন শুরু করল । যদিও ক্রিকেটাররা সকলেই তাদের ক্লাব দলের হয়ে বেঙ্গল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন । কিন্তু বাংলা দলের নেটে প্রথমবার একসঙ্গে অনুশীলন করার অনুভূতি সবসময় আলাদা ।

অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ বলেছেন,"ঘরোয়া ক্রিকেটে বল গড়াবে দেখে ভালো লাগছে । আমরা ইতিমধ্যে বেঙ্গল টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছি । সেখানে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি । এবার সেই ত্রুটি শুধরে মুস্তাক আলি টি টোয়েন্টিতে নামতে হবে । লক্ষ্মণ স্যারের অধীনে অনেক কিছু শিখলাম । যা কাজে লাগবে ।" প্রায় একই সঙ্গে যোগ করলেন, "মুস্তাক আলি গ্রুপ ম্যাচের আমাদের খেলা কলকাতায় হবে । এখানকার পরিবেশ আমাদের চেনা । ফলে ভালো করে প্রস্তুতি নিয়ে সাফল্য নিয়ে আসা একমাত্র লক্ষ্য ।"

অনুশীলনে ব্যাটিং পরামর্শ দিচ্ছেন লক্ষ্মণ

আরও পড়ুন :- দেশের গ্রাউন্ডে নয়, "প্রিয়" অ্যাডিলেডেই বেশি রান বিরাটের

অলরাউন্ডার শাহবাজ আহমেদ আবার একসঙ্গে প্র্যাকটিসে নামতে পেরে খুশি । কোচ অরুণলাল বলেছেন, "মুস্তাক আলিতে আমাদের গ্রুপটা যথেষ্ট কঠিন । আমাদের তামিলনাড়ু, আসাম,ওড়িশা, ঝাড়খণ্ড এবং হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে হবে । এখানে সমস্যা হল একটি মাত্র দল প্রতিটি গ্রুপ থেকে মূলপর্বে যাবে । তাই একটি দিনও হালকাভাবে নেওয়ার জায়গা নেই । একটি পরাজয়ে মূলপর্বে যাওয়ার আশা কমবে । তাই পাঁচটি ম্যাচ জিততে হবে ।" দলের প্রস্তুতিতে খুশি অনুস্টুপ, ইশানদের হেডস্যার জানিয়েছেন তাঁরা যেকোনও চ্যালেঞ্জের জন্য তৈরি । প্রতিটি দলকে একইরকম চ্যালেঞ্জ সামলাতে হবে । যেহেতু বাংলার ক্রিকেটাররা ইতিমধ্যে টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছে তাই কিছুটা হলেও সুবিধা হবে, মত অরুণলালের ।

ABOUT THE AUTHOR

...view details