মুম্বই, 19 ফেব্রুয়ারি : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সচিন পুত্র ৷ মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের নিলামে তাঁকে 20 লাখের বেস প্রাইসে কেনে ৷ তারপরই মুম্বই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ জানান অর্জুন তেন্ডুলকর ৷
পিতা-পুত্র এক দলে ৷ মুম্বই দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত সচিন তেন্ডুলকর ৷ দলের মেন্টরের দায়িত্ব পালন করেন তিনি ৷ সেই দলের হয়েই এবার খেলতে দেখা যাবে সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরকে ৷ তবে মুম্বই ইন্ডিয়ান্সের দাবি, অর্জুনকে তাঁর পদবির জন্য দলে নেওয়া হয়নি ৷ উলটে তাঁর প্রতিভা তাঁকে দলে নিতে বাধ্য করেছে ৷
আইপিএলের নিলামের পর একটি ভিডিয়ো পোস্ট করেন অর্জুন ৷ সেখানে মুম্বই ফ্র্যাঞ্চাইজ়িকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,‘‘ ছোটোবেলা থেকে আমি মুম্বই ইন্ডিয়ান্সের ভক্ত ৷ আমার উপর ভরসা রাখার জন্য কোচ, মালিক ও সাপোর্ট স্টাফকে ধন্যবাদ জানাই ৷ নীল-সোনালি জার্সি পরার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না ৷’’