পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পদবিতেই কি লক্ষ্যভেদ অর্জুনের ! - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সচিন পুত্র

পিতা-পুত্র এক দলে ৷ মুম্বই দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত সচিন তেন্ডুলকর ৷ দলের মেন্টরের দায়িত্ব পালন করেন তিনি ৷ সেই দলের হয়েই এবার খেলতে দেখা যাবে সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরকে ৷

পিতা-পুত্র এক দলে
পিতা-পুত্র এক দলে

By

Published : Feb 19, 2021, 8:18 AM IST

মুম্বই, 19 ফেব্রুয়ারি : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সচিন পুত্র ৷ মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের নিলামে তাঁকে 20 লাখের বেস প্রাইসে কেনে ৷ তারপরই মুম্বই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ জানান অর্জুন তেন্ডুলকর ৷

পিতা-পুত্র এক দলে ৷ মুম্বই দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত সচিন তেন্ডুলকর ৷ দলের মেন্টরের দায়িত্ব পালন করেন তিনি ৷ সেই দলের হয়েই এবার খেলতে দেখা যাবে সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরকে ৷ তবে মুম্বই ইন্ডিয়ান্সের দাবি, অর্জুনকে তাঁর পদবির জন্য দলে নেওয়া হয়নি ৷ উলটে তাঁর প্রতিভা তাঁকে দলে নিতে বাধ্য করেছে ৷

বাবার সঙ্গে ছোট্ট অর্জুন

আইপিএলের নিলামের পর একটি ভিডিয়ো পোস্ট করেন অর্জুন ৷ সেখানে মুম্বই ফ্র্যাঞ্চাইজ়িকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,‘‘ ছোটোবেলা থেকে আমি মুম্বই ইন্ডিয়ান্সের ভক্ত ৷ আমার উপর ভরসা রাখার জন্য কোচ, মালিক ও সাপোর্ট স্টাফকে ধন্যবাদ জানাই ৷ নীল-সোনালি জার্সি পরার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না ৷’’

আরও পড়ুন :সবচেয়ে দামি ক্রিস মরিস থেকে মুম্বইয়ে সচিন-পুত্র, একনজরে আইপিএল নিলাম

মুম্বই ইন্ডিয়ান্সের তরফে অর্জুনকে স্বাগত জানানো হয়েছে ৷ টুইটে মুম্বই ইন্ডিয়ান্স লিখেছে, ‘‘ ওর রক্তে ক্রিকেট ৷ নেটে ও তৈরি হয়েছে ৷ এখন 22 গজে ঝড় তুলতে তৈরি ৷ পরিবারে তোমাকে স্বাগত অর্জুন ৷’’

মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিমধ্যে অভিষেক হয়েছে অর্জুনের ৷ একটি উইকেটও নেন ৷ 13 তম আইপিএলের আসরে আরব আমিরশাহিতেও মুম্বই নেটে তাঁকে দেখা গিয়েছে ৷ এছাড়া মুম্বই অনূর্ধ্ব 19 ও ভারতীয় অনূর্ধ্ব দলের হয়েও খেলেছিন অর্জুন ৷ 2019 সালের মুম্বই টি-20 লিগের অংশও ছিলেন সচিন পুত্র ৷ 2018 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চারদিনের ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব 19 দলের হয়ে অভিষেক হয় তাঁর ৷ তাই বলাই যায় শুধুমাত্র পদবির জন্য নয় মুম্বই দলে সুযোগ পাওয়ার পিছনে অর্জুনের পরিশ্রমও আছে ৷

ABOUT THE AUTHOR

...view details