কলকাতা, 28 জানুয়ারি: 99 করে আউট ! এভাবে সেঞ্চুরি হাতছাড়া হওয়ার দুর্ভাগ্যজনক কাহিনি ক্রিকেট দুনিয়ায় কম নেই । সেইসব অভিশপ্ত নায়কদের নিয়ে গল্প কথা ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে ফেরে । এবার নিরানব্বইয়ের চক্রব্যুহে আটকে পড়া হতভাগ্যদের তালিকায় নতুন সংযোজন বাংলার অনুষ্টুপ মজুমদার ।
ইডেনে দিল্লির বিরুদ্ধে বড় রান তুলতে বাংলার বাজি ছিলেন অনুষ্টুপ । প্রাথমিক ঝটকা সামলে মজবুত ভিতের উপর দলকে নিয়ে যাওয়ার কাজটা প্রথম দিন কার্যত একাই করেছিলেন । দিল্লির বোলারদের সামলে সেই কাজটা দীর্ঘায়িত করার সংকল্প নিয়ে মাঠে নামলেও ভাগ্য সঙ্গ দিল না অনুষ্টুপের । ব্যক্তিগত নিরানব্বই রানে আউট হন তিনি । হিতেন দালাল যখন তাঁকে রান আউট করলেন তখন ইডেন জুড়ে পিন ড্রপ সাইলেন্স ৷ সেঞ্চুরির শুভেচ্ছা জানাতে তৈরি চলা বঙ্গ সাজঘর এই আউটের ধাক্কায় এতটাই মুহ্যমান হয়ে পড়ল যে পাঁচ উইকেটে 286 রান নিয়ে খেলা শুরু করে প্রথম ইনিংসে 318তে গুটিয়ে গেল বাংলা । ভাগ্য সহায় হল না শাহবাজ আহমেদেরও ৷ 74 বলে 46 রানে আউট হয়ে নিশ্চিত হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেন ৷ অবশ্য ইডেনে সবুজ উইকেটে 318 পুঁজি নিয়ে দিল্লিকে চ্যালেঞ্জ জানাতে ছাড়েননি বাংলার পেসাররা । নির্দিষ্ট লাইন লেন্থে অভ্রান্ত থেকে ধ্রুব সোরেদের হাত থেকে দিনের শেষে ব্যাটন ফের মনোজদের হাতে । দ্বিতীয় দিনের শেষে দিল্লির স্কোর ছয় উইকেটে 192। হাতে চার উইকেট নিয়ে দিল্লিকে আরও 126 রান করতে হবে।