পশ্চিমবঙ্গ

west bengal

শুধু স্মিথ না, স্যান্ড পেপার গেটে জড়িত গোটা অস্ট্রেলিয়া দল : ফ্লিনটপ

By

Published : Apr 23, 2020, 12:14 PM IST

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির অপরাধে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামরন ব্যানক্রফ্টকে এক বছরের নির্বাসন দিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ৷ এছাড়া স্মিথের উপর দুই বছরের অধিনায়কত্বেও নিষেধাজ্ঞা জারি করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

image
আ্যান্ড্রু ফ্লিনটপ

লন্ডন, 23 এপ্রিল : ‘‘স্যান্ড পেপার গেট কাণ্ড’’-বিশ্ব ক্রিকেট তোলপাড় হয়েছিল এই ঘটনায় ৷ নাম জড়িয়েছিল তৎকালীন অজ়ি অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ওপেনার ক্যামরন ব্যানক্রফ্টের ৷ তবে এবার আরও বড় অভিযোগ তুললেন প্রাক্তন ইংল্যান্ড অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটপ ৷ তিনি মনে করেন, স্যান্ড পেপার গেট কাণ্ডের সঙ্গে জড়িয়েছিল গোটা অস্ট্রেলিয়া দল ৷

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির অপরাধে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামরন ব্যানক্রফ্টকে এক বছরের নির্বাসন দিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ৷ এছাড়া স্মিথের উপর দুই বছরের অধিনায়কত্বেও নিষেধাজ্ঞা জারি করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

কিন্তু ফ্লিনটপ বলেন, ‘‘আমি বিশ্বাসই করি না যে গোটা অস্ট্রেলিয়া দল এর সঙ্গে জড়িত ছিল না ৷ একজন বোলার হিসাবে আমাকে যদি কেউ একটি বিকৃত বল দেয়, আমি তখনই বুঝে যাব ৷ যেটা স্টিভ স্মিথ করেছিল সেটা হল দলকে বাঁচাতে পুরো দোষটা নিজের উপর নিয়ে নিয়েছিল৷’’

ইংল্যান্ডের হয়ে 400 উইকেট ও 7000 রান করা ফ্লিনটপ মনে করেন,‘‘ স্যান্ডপেপারটা ভুল ছিল এবং এটা বোকামিও ছিল ৷ কিন্তু আমার বিশ্বাস দলের সবাই কোনও না কোনওভাবে এই কাণ্ডে জড়িত ছিল ৷ ’’

ABOUT THE AUTHOR

...view details