পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2020 : ম্যাচ রেফারি ও আম্পায়ারদের COVID রিপোর্ট নেগেটিভ - আইপিএল আম্পায়ার

সবকটি পরীক্ষাতেই রিপোর্ট নেগেটিভ এসেছে । যা দেখে হাঁফ ছেড়ে বেঁচেছেন বোর্ড কর্তারা

IPL
IPL

By

Published : Sep 17, 2020, 12:56 PM IST

আবু ধাবি, 17 সেপ্টেম্বর : জাভাগল শ্রীনাথ সহ IPL-এর 20 জন আম্পায়ার ও রেফারির COVID রিপোর্ট নেগেটিভ । ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে । এই 20 জন ম্যাচ অফিশিয়ালের মধ্যে রয়েছে 12 জন ভারতীয়, তিনজন বিদেশি আম্পায়ার ও পাঁচজন ম্যাচ রেফারি । কড়া প্রোটোকলের মধ্যে সকলকে হোটেলের মধ্যে কোয়ারানটিন পর্ব কাটাতে হয়েছে ।

সেই পর্ব শেষে বোর্ডের কাছে ভালো খবরই এসেছে । এমনিতেই সংক্রমণের ভয়ে ICC -এর এলিট প্যানেলের আম্পায়ারদের মধ্যে বেশিরভাগই ম্যাচ পরিচালনা করতে রাজি হননি । এই বিষয়ে ভারতীয় বোর্ডের শত অনুরোধেও কান দেননি । মাত্র তিনজন আম্পায়ার রাজি হয়েছেন । ICC- র ম্যাচ রেফারিদের মধ্যে একমাত্র রয়েছেন জাভাগল শ্রীনাথ । ফলে এলিট প্যানেলের বাইরের আম্পায়ার ও রেফারি দিয়েই কাজ চালাতে হবে BCCI -কে । এর মধ্যে কেউ কোরোনা পজ়িটিভ হলে পরিস্থতি আরও জটিল হত ।

বোর্ডের তরফে জানানো হয়েছে, ছয়দিনের কোয়ারানটিন পর্বে প্রত্যেক ম্যাচ অফিশিয়ালের প্রথম, তৃতীয় ও পঞ্চম দিন কোরোনা পরীক্ষা হয়েছে । সবকটি পরীক্ষাতেই রিপোর্ট নেগেটিভ এসেছে । যা দেখে হাঁফ ছেড়ে বেঁচেছেন বোর্ড কর্তারা ।

ABOUT THE AUTHOR

...view details