লাহোর, 9 জুন : দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ডের বাউন্সারের আঘাতে থুতনিতে 20টি সেলাই পড়েছিল ৷ সেই কারণে তাঁর উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন ওয়াসিম আক্রম ৷ এই তথ্য সামনে আনলেন পাকিস্তানের এই প্রাক্তন বোলার ।
ক্রিকেট ইতিহাসে আক্রম এবং ডোনাল্ড উভয়কেই অন্যতম সেরা পেসার হিসেবে গণ্য করা হয় ৷ আক্রম যখন সুইংয়ের দিকে মনোনিবেশ করেছিলেন তখন বিপক্ষকে উৎখাতে নিজের বলের গতিকে কাজে লাগাতেন ডোনাল্ড ৷ 1989 সালের ঘটনা প্রসঙ্গে ওয়াসিম আক্রম বলেছেন, "150 কিমি প্রতি ঘণ্টায় ডোনাল্ড বল করত ৷ তখন আমি একেবারে নতুন ৷ ওর একটি শর্ট ডেলিভারি পুল করতে গেছিলাম ৷ কিন্তু ব্যাটের কানায় লেগে আমার থুতনিতেই এসে আঘাত করে বলটি ৷ থুতনির নিচে 20টি সেলাই পড়েছিল ৷"