নয়াদিল্লি, 28 মার্চ : সচিনের পর এবার করোনায় আক্রান্ত ইউসুফ পাঠান ৷ একইদিনে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনাল খেলা দুজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন ৷ গতকাল টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন মাস্টার ব্লাস্টার ৷ সচিনের পর ইউসুফ পাঠানর করোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷
ছত্তিশগড়ের রায়পুরে অনুষ্ঠিত হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ় টুর্নামেন্ট ৷ যেখানে ভারতীয় লেজেন্ডস টিমে ছিলেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠান সহ একঝাঁক জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ৷ টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে শ্রীলঙ্কা লেজেন্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সচিনের নেতৃত্বাধীন ভারত লেজেন্ডস ৷ যদিও ফাইনালের পরপরই করোনার মৃদু উপসর্গ দেখা যায় সচিনের শরীরে ৷ করোনা পরীক্ষা করাতেই রিপোর্ট পজ়িটিভ আসে ৷ আপাতত বাড়িতে কোয়ারানটিনে রয়েছেন মাস্টার ব্লাস্টার ৷