কলকাতা, 24 ফেব্রুয়ারি : বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম ৷ এতদিন যে গর্বের পালক ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দখলে ৷ আজ, বুধবার থেকে তা ছিনিয়ে নিল ভারত ৷ কিন্তু সেই গর্বের আনন্দে জল ঢেলে দিল স্টেডিয়ামের নামকরণ ৷ ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের প্রথম দিন বাইশ গজের লড়াই, বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে কী কী আছে তা নিয়ে চর্চা, সবকিছুকে ছাপিয়ে একটাই প্রশ্ন বড় হয়ে উঠল যে কেন নরেন্দ্র মোদির নামে করা হল মোতেরাকে ?
ভারত যে বছর ক্রিকেটে বিশ্বসেরা হয় ৷ সেই বছর গুজরাটের আমেদাবাদে এই স্টেডিয়াম তৈরি হয় ৷ আর তার নামকরণ করা হয় দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপ প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের নামে ৷ স্বাভাবিক ভাবেই তাই এই নিয়ে প্রশ্ন উঠছে ৷ হাওড়ার সাংসদ তথা প্রাক্তন ফুটবলার তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নই তুলেছেন ৷ তাঁর প্রশ্ন, সর্দার বল্লভভাইয়ের নামে থাকলে কী ক্ষতি হত ?
একই সঙ্গে তিনি তুলে দিয়েছেন আরও একটি বিতর্কিত বিষয় ৷ তাঁর বক্তব্য, ‘‘কোনওদিন শুনিনি যে কোনও জীবিত প্রধানমন্ত্রীর নামে স্টেডিয়াম হয়েছে ৷’’ আর এই বিতর্কের শরিক তিনি একা নন ৷ দিনভর সোশ্যাল মিডিয়াতেও ঘুরেছে এই প্রশ্ন ৷ কেউ কেউ এই বিষয়টির সঙ্গে টেনে এনেছেন জওহরলাল নেহরুর ভারতরত্ন পাওয়ার প্রসঙ্গ ৷ 1955 সালে যখন এই সর্বোচ্চ নাগরিক সম্মান নেহরু পান, তখন তিনিই দেশের প্রধানমন্ত্রী ৷ এই ঘটনাকে তার সঙ্গেই তুলনা করেছেন অনেকে ৷