কলকাতা, 25 এপ্রিল: পবিত্র রমজান মাস শুরু হয়ে গিয়েছে । এই কোরোনা বিদ্ধ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে তাই মুসলিম বেশে রমজানের শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি । মনোজের এই অভিনব শুভেচ্ছা জানানোর পদ্ধতি অনেকের ভাল লাগলেও সেই সংখ্যাটা কম । বরং এই কায়দাকে বেশিরভাগ মানুষই বাঁকা চোখে দেখলেন । আর তার জেরেই সোশাল মিডিয়ায় চরম বিদ্রুপের শিকার হয়েছিলেন । শনিবার সেই সমালোচকদের পাল্টা জবাব দিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক ।
শেরওয়ানি ও মাথায় টুপি পরে আল্লার কাছে দোয়া চাওয়ার ভঙ্গিতে একটি ছবি দিয়ে রমজানের শুভেচ্ছা জানিয়েছিলেন মনোজ । তা দেখে একের পর এক বিদ্রুপজনক মন্তব্যে ভরে যায় বাংলার ক্রিকেটারের কমেন্ট বক্স । একজন লেখেন, "যতই দোয়া করো, IPL-এ এবারও তোমাকে কেউ কিনবে না ।" কেউ কেউ তো রাজনীতির প্রসঙ্গও টেনে আনেন । এরপরই শনিবার আরও কয়েকটি ছবি টুইট করে পাল্টা জবাব দেন মনোজ ।