পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদ্রুপের শিকার, পাল্টা জবাব মনোজের - after get trolled in social media for wishing ramdan bengal cricketer manoj tiwary request to respect every religion

শেরওয়ানি ও মাথায় টুপি পরে আল্লার কাছে দোয়া চাওয়ার ভঙ্গিতে একটি ছবি দিয়ে রমজানের শুভেচ্ছা জানিয়েছিলেন মনোজ । তা দেখে একের পর এক বিদ্রুপজনক মন্তব্যে ভরে যায় বাংলার ক্রিকেটারের কমেন্ট বক্স ।

manoj tiwary
manoj tiwary

By

Published : Apr 25, 2020, 10:48 PM IST

কলকাতা, 25 এপ্রিল: পবিত্র রমজান মাস শুরু হয়ে গিয়েছে । এই কোরোনা বিদ্ধ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে তাই মুসলিম বেশে রমজানের শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি । মনোজের এই অভিনব শুভেচ্ছা জানানোর পদ্ধতি অনেকের ভাল লাগলেও সেই সংখ্যাটা কম । বরং এই কায়দাকে বেশিরভাগ মানুষই বাঁকা চোখে দেখলেন । আর তার জেরেই সোশাল মিডিয়ায় চরম বিদ্রুপের শিকার হয়েছিলেন । শনিবার সেই সমালোচকদের পাল্টা জবাব দিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক ।

শেরওয়ানি ও মাথায় টুপি পরে আল্লার কাছে দোয়া চাওয়ার ভঙ্গিতে একটি ছবি দিয়ে রমজানের শুভেচ্ছা জানিয়েছিলেন মনোজ । তা দেখে একের পর এক বিদ্রুপজনক মন্তব্যে ভরে যায় বাংলার ক্রিকেটারের কমেন্ট বক্স । একজন লেখেন, "যতই দোয়া করো, IPL-এ এবারও তোমাকে কেউ কিনবে না ।" কেউ কেউ তো রাজনীতির প্রসঙ্গও টেনে আনেন । এরপরই শনিবার আরও কয়েকটি ছবি টুইট করে পাল্টা জবাব দেন মনোজ ।

দেখা যাচ্ছে সেই টুইটে শুধু মুসলিম নয় একসময় ভারতীয় দলে প্রতিনিধিত্ব করা মনোজ তিওয়ারি বিভিন্ন ধর্মের পোশাকে ধরা দিয়েছেন । সঙ্গে ক্যাপশনে একটি হিন্দি কবিতার কয়েকটি লাইন । যার তর্জমা করলে দাঁড়ায়, "হিন্দু-মুসলিম ভেদাভেদ ছেড়ে দরিদ্রদের দিকে তাকাও । তাহলেই বুঝবে তুমি কোথায় এখনও আটকে রয়েছ । হিন্দু-মুসলিমের মধ্যে সমস্যা তৈরি করাকে তোমরা দেশভক্তি মনে করলে তুমি নিশ্চিত পথ হারিয়ে ফেলেছ ।"

একদম শেষে বাংলার এই ক্রিকেটার লেখেন, যদি তুমি প্রকৃত মানুষ হও তবে সব ধর্মকে সম্মান করতে শেখো ।

ABOUT THE AUTHOR

...view details