পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CSK-র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রুতুরাজ গায়কোয়াড় কোরোনা আক্রান্ত - বায়ো সিকিয়র বাবল

দুবাই যাওয়ার আগে চেন্নাই সুপার কিংস একমাত্র দল যারা চেন্নাইয়ে অনুশীলন শুরু করেছিল ৷ আশঙ্কা করা হচ্ছে সেখান থেকেই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা আক্রান্ত হন ৷

রুতুরাজ গায়কোয়াড়
রুতুরাজ গায়কোয়াড়

By

Published : Aug 29, 2020, 4:23 PM IST

Updated : Aug 29, 2020, 7:36 PM IST

দুবাই, 29 অগাস্ট : দীপক চাহারের পর রুতুরাজ গায়কোয়াড় ৷ চেন্নাই সুপার কিংসের আরও এক ক্রিকেটার কোরোনা পজ়িটিভ ৷ গতকাল 11 জন সাপোর্ট স্টাফের সঙ্গেই দীপক চাহারের কোরোনা ধরা পড়ে ৷ তাদের সবাইকে ইতিমধ্যে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ আজ BCCI টুইট করে দুই ক্রিকেটার সহ 13 জন কোরোনা আক্রান্ত হওয়ার কথা জানায় ৷

দুবাই যাওয়ার আগে চেন্নাই সুপার কিংস একমাত্র দল যারা চেন্নাইয়ে অনুশীলন শুরু করেছিল ৷ আশঙ্কা করা হচ্ছে সেখান থেকেই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা আক্রান্ত হন ৷ যারা কোরোনা আক্রান্ত হয়েছেন তাদের বায়ো সিকিয়র বাবলের বাইরে 14 দিনের আইসোলেশনে থাকতে হবে৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রটোকল অনুযায়ী, 14 দিন কোয়ারানটিন থাকার সময় 10নম্বর, 13নম্বর ও 14 তম দিনে তাদের তিনটি কোরোনা টেস্ট করা হবে ৷

IPL -এর স্বাস্থ্য উপদেষ্টার মত অনুযায়ী, কোরোনা আক্রান্তদের সংস্পর্শে আসা সবার RT-PCR টেস্ট করা হবে ৷ যারা ক্লোজ় কন্টাক্টে ছিলেন তাদের মনিটর করা হবে ৷ এবং 5দিন পর তাদের কোরোনা টেস্ট করা হবে ৷

আজ সকালেই চেন্নাই সুপার কিংস জানায় দলের সহ অধিনায়ক সুরেশ রায়না ব্যক্তিগত কারণে IPL থেকে নাম প্রত্যাহার করেছেন ৷ তিনি দেশে ফিরে আসছেন ৷ শুক্রবার থেকে টেনিং শুরু করার কথা ছিল চেন্নাইয়ের ৷ কিন্তু বর্তমান যা পরিস্থিতি তাতে আবারও পুরো দলকে কোয়ারানটিনে যেতে হচ্ছে ৷

Last Updated : Aug 29, 2020, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details