কলকাতা, 25 ডিসেম্বর : প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের চার নম্বর সেঞ্চুরি করলেন অভিষেক রামন । তাঁর110 রানে (ব্য়াট করছেন) ভর দিয়ে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বাংলা চার উইকেটে 241 । অভিষেকের সঙ্গে তিন রানে অপরাজিত শ্রীবৎস গোস্বামী । দিনের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক রামন বলেছেন, দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা সামলে নিতে পারলে অন্ধ্রপ্রদেশের উপর বড় রানের বোঝা চাপানো অসম্ভব হবে না । তবে ইডেনের এই 22 গজে বড় রান কত তার কোনও লক্ষ্মণ রেখা বাংলার ড্রেসিংরুম টানতে নারাজ । হাতে ছয় উইকেট । 110 রানে অপরাজিত অভিষেক রামন, সঙ্গে শ্রীবৎস । বাংলা দল অন্তত করতে চাইছে 350 রান ।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অন্ধ্রপ্রদেশ অধিনায়ক হনুমা বিহারী । সবুজ উইকেট ও সকালের আদ্রতা কাজে লাগিয়ে বাংলাকে ব্যাকফুটে ফেলতে চেয়েছিল অন্ধ্রপ্রদেশ । বঙ্গ অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে দ্রুত সাজঘরে পাঠালেও তার ফায়দা তুলতে ব্যর্থ স্টিফেন ও শশীকান্তরা । ফলে প্রাথমিক ঝটকা সরিয়ে বাংলা ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে । প্রত্যাবর্তনের কাজে দলকে নেতৃত্ব দেন অভিষেক রামন । কৌশিক ঘোষকে সঙ্গে করে ইনিংস মেরামতির কাজ শুরু করেন । 13টি চার ও একটি বিশাল ছক্কায় সাজানো তার অপরাজিত ইনিংস । এর আগে চারবার নার্ভাস নাইন্টিতে আউট হওয়ার দুঃসহ স্মৃতি রয়েছে । তাই সেঞ্চুরিতে দ্রুত পৌছনোর জন্যে ছক্কার আশ্রয় নিয়েছিলেন তিনি । যদিও পরে বলেছেন ছক্কায় সেঞ্চুরি করার পরিকল্পনা ছিল না । তিরুবন্তপুরমে কেরলের বিরুদ্ধে, ইডেনে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে নির্ভরতা দিচ্ছে অভিষেক রামনের ব্যাটই ।