কলকাতা, 30 অগাস্ট : সরানো হল মনোজ তিওয়ারিকে ৷ বাংলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন অভিমন্যু ঈশ্বরন। অধিনায়কের পদ থেকে মনোজকে সরানো হলেও সহ অধিনায়কের পদে থাকছেন সুদীপ চট্টোপাধ্যায় ৷
গতকাল সন্ধ্যায় নতুন মরশুমের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য দল গঠন করতে বসেছিলেন CAB প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সচিব অভিষেক ডালমিয়া ও কোচ অরুণলাল । সেখানে 3 সেপ্টেম্বর থেকে জয়পুরে প্র্যাকটিস ম্যাচ খেলতে যাওয়ার জন্য দল নির্বাচন করা হয় । 21 সদস্যের দল বাছার পাশাপাশি নতুন অধিনায়কও নির্বাচন করা হয় । দীর্ঘ আলোচনার পর মনোজ তিওয়ারিকে নেতৃত্ব থেকে সরিয়ে নতুন মুখ নিয়ে আসার ব্যাপারে একমত হন প্রত্যেকেই । গত মরশুম থেকেই CAB কর্তাদের নজরে ছিলেন মনোজ । গত মরশুমের শেষে কোচ সাইরাজ বাহুতুলেকে সরানোর পর এবার নেতৃত্বেও বদল আনা হল ৷ তবে সহ অধিনায়ক থাকছেন সুদীপ চট্টোপাধ্যায়ই ৷