দিল্লি, 7 ফেব্রুয়ারি: 21 বছর আগে আজকের দিনে ইতিহাস গড়েছিলেন অনিল কুম্বলে ৷ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে এক ইনিংসে 10 উইকেট তুলে নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি ৷ পাকিস্তানের বিরুদ্ধে একার হাতেই জয় তুলে নিয়ে আসেন তিনি ৷ ইংল্যান্ডের জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব গড়েন তিনি ৷ দিনটি স্মরণ করে কুম্বলেকে সম্মান জানিয়েছে ICC ৷
ম্যাচটি ছিল ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ ৷ দুই ম্যাচের সিরিজ়ে চেন্নাইয়ে প্রথম ম্যাচ হেরে গেছিল ভারত ৷ কোটলায় প্রথম ইনিংসে ভারত করে 252 রান ৷ ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ে 172 রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস ৷ দ্বিতীয় ইনিংসে সদগোপাল রমেশের 96 ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের অপরাজিত 62 রানের সুবাদে পাকিস্তানকে জেতার জন্য 420 রানের টার্গেট দেয় ভারত ৷