দিল্লি, 16 মে : এমনিতে তিনি ক্যাপ্টেন কুল । চলতি IPL-এও তার প্রমাণ পেয়েছে ক্রিকেট দুনিয়া । ফিল্ড প্লেসমেন্ট থেকে বোলার রিপ্লেসমেন্ট সবেতেই ধোনির মাথা খাটে । চটপট সিদ্ধান্ত নিতে তিনি ওস্তাদ । তবে, ধোনির একটি অভিনব ভাবনার কথা অনেকেই জানতেন না । যা সামনে এসেছে প্যাডি আপটনের দৌলতে ।
টিম ইন্ডিয়ার প্রাক্তন মেন্টাল কন্ডিশনাল কোচ প্যাডি আপটন নিজের বইয়ে ধোনির নতুন একটি দিকের হদিশ দিলেন । জানালেন, সতীর্থদের দেরিতে অনুশীলন বা টিম মিটিংয়ে আসা আটকাতে দলের মধ্যে একটি অভিনব শাস্তি-নিদান তৈরি করেছিলেন মাহি ।
সদ্য প্রকাশিত বইয়ে আপটন লেখেন, তিনি যখন টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ তখন ভারতীয় দলের টেস্ট ক্যাপ্টেন অনিল কুম্বলে । সেই সময় কুম্বলে ঠিক করেছিলেন যে, কেউ দেরি করলে তাঁর 10 হাজার টাকা জরিমানা হবে । সীমিত ওভারের ক্যাপ্টেন ধোনি সেই সঙ্গে জুড়ে দেন আরও একটি শর্ত ।
ধোনি জানান, কোনও ক্রিকেটার দেরি করলে তাঁর যথারীতি জরিমানা হবে । সঙ্গে দলের বাকি ক্রিকেটারদেরও 10 হাজার টাকা করে জরিমানা দিতে হবে । অর্থাৎ কেউ একজন দেরি করলে দলের প্রত্যেকের জরিমানা হবে । ধোনির এমন শাস্তির ভয়ে কোনও ক্রিকেটার অকারণে দেরিতে অনুশীলনে আসতেন না । সতীর্থরাই তৎপর থেকে বাকিদের সঠিক সময়ে প্র্যাকটিসে নিয়ে আসতেন ।