চেন্নাই, 5 ফেব্রুয়ারি : আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের জন্য মোট 1 হাজার 97 জন ক্রিকেটার নাম রেজিস্টার করালেন ৷ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ হতে চলেছে আইপিএলের নিলাম ৷ সর্বাধিক 56 জন ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন ৷ দ্বিতীয় স্থানে 42 জন অস্ট্রেলিয়া ও 38 জন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন ৷
বৃহস্পতিবার ছিল ক্রিকেটারদের রেজিস্ট্রেশনের শেষ দিন ৷ এবং তালিকা অনুযায়ী, 207 জন আন্তর্জাতিক ক্রিকেটার ও 21 জন ক্যাপড ভারতীয় ক্রিকেটারের নাম আছে ৷ এছাড়া অ্যাসোসিয়েট নেশনে থেকে 27 জন ক্রিকেটার, 863 জন আনক্যাপড ক্রিকেটার ( এরমধ্যে 743 জন ভারতীয় ও 68 জন বিদেশি) আছে ৷ আনক্যাপড ভারতীয় ক্রিকেটার, যাঁরা অনন্ত একটি আইপিএল ম্যাচ খেলেছেন, সেই সংখ্যাটি হল 50 ৷ এবং এই বিভাগের বিদেশি ক্রিকেটারের সংখ্যা 2 ৷