পশ্চিমবঙ্গ

west bengal

আইপিএল-নিলাম হবে 1097 ক্রিকেটারের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তরফে একটি বিবৃতি দিয়ে শুক্রবার জানানো হয়, ‘‘ যদি প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 25 জন ক্রিকেটার ধরে রাখে, তাহলে 61 জন ক্রিকেটার নিলামে উঠবে ৷’’ ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার একদিন পর আইপিএলের নিলাম হবে চেন্নাইয়ে ৷

By

Published : Feb 5, 2021, 8:19 PM IST

Published : Feb 5, 2021, 8:19 PM IST

IPL
IPL

চেন্নাই, 5 ফেব্রুয়ারি : আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের জন্য মোট 1 হাজার 97 জন ক্রিকেটার নাম রেজিস্টার করালেন ৷ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ হতে চলেছে আইপিএলের নিলাম ৷ সর্বাধিক 56 জন ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন ৷ দ্বিতীয় স্থানে 42 জন অস্ট্রেলিয়া ও 38 জন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন ৷

বৃহস্পতিবার ছিল ক্রিকেটারদের রেজিস্ট্রেশনের শেষ দিন ৷ এবং তালিকা অনুযায়ী, 207 জন আন্তর্জাতিক ক্রিকেটার ও 21 জন ক্যাপড ভারতীয় ক্রিকেটারের নাম আছে ৷ এছাড়া অ্যাসোসিয়েট নেশনে থেকে 27 জন ক্রিকেটার, 863 জন আনক্যাপড ক্রিকেটার ( এরমধ্যে 743 জন ভারতীয় ও 68 জন বিদেশি) আছে ৷ আনক্যাপড ভারতীয় ক্রিকেটার, যাঁরা অনন্ত একটি আইপিএল ম্যাচ খেলেছেন, সেই সংখ্যাটি হল 50 ৷ এবং এই বিভাগের বিদেশি ক্রিকেটারের সংখ্যা 2 ৷

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তরফে একটি বিবৃতি দিয়ে শুক্রবার জানানো হয়, ‘‘ যদি প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 25 জন ক্রিকেটার ধরে রাখে, তাহলে 61 জন ক্রিকেটার নিলামে উঠবে ৷’’ ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার একদিন পর আইপিএলের নিলাম হবে চেন্নাইয়ে ৷

আরও পড়ুন : ঈশ্বরের পতন ! "সব শ্রদ্ধা হারালাম" জানিয়ে দিলেন ভক্তরা

সর্বোচ্চ 53.20 কোটি টাকা নিয়ে নিলামে নামবে কিংস ইলেভেন পঞ্জাব ৷ তারপরেই আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৷ নিলামে তাঁরা 35.90 কোটি টাকা খরচ করতে পারবে ৷ এছাড়া রাজস্থানের কাছে 34.85 কোটি টাকা, সিএসকের আছে 22.90 কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্সের আছে 15.35 কোটি টাকা, দিল্লি ক্যাপিটালসের আছে 12.9 কোটি টাকা ৷ কলকাতা ও হায়দরাবাদ নিলামে 10.75 কোটি টাকা খরচ করতে পারবে ৷

ABOUT THE AUTHOR

...view details