পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইপিএল-নিলাম হবে 1097 ক্রিকেটারের - 1097 players register for IPL auction in 2021

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তরফে একটি বিবৃতি দিয়ে শুক্রবার জানানো হয়, ‘‘ যদি প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 25 জন ক্রিকেটার ধরে রাখে, তাহলে 61 জন ক্রিকেটার নিলামে উঠবে ৷’’ ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার একদিন পর আইপিএলের নিলাম হবে চেন্নাইয়ে ৷

IPL
IPL

By

Published : Feb 5, 2021, 8:19 PM IST

চেন্নাই, 5 ফেব্রুয়ারি : আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের জন্য মোট 1 হাজার 97 জন ক্রিকেটার নাম রেজিস্টার করালেন ৷ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ হতে চলেছে আইপিএলের নিলাম ৷ সর্বাধিক 56 জন ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন ৷ দ্বিতীয় স্থানে 42 জন অস্ট্রেলিয়া ও 38 জন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন ৷

বৃহস্পতিবার ছিল ক্রিকেটারদের রেজিস্ট্রেশনের শেষ দিন ৷ এবং তালিকা অনুযায়ী, 207 জন আন্তর্জাতিক ক্রিকেটার ও 21 জন ক্যাপড ভারতীয় ক্রিকেটারের নাম আছে ৷ এছাড়া অ্যাসোসিয়েট নেশনে থেকে 27 জন ক্রিকেটার, 863 জন আনক্যাপড ক্রিকেটার ( এরমধ্যে 743 জন ভারতীয় ও 68 জন বিদেশি) আছে ৷ আনক্যাপড ভারতীয় ক্রিকেটার, যাঁরা অনন্ত একটি আইপিএল ম্যাচ খেলেছেন, সেই সংখ্যাটি হল 50 ৷ এবং এই বিভাগের বিদেশি ক্রিকেটারের সংখ্যা 2 ৷

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তরফে একটি বিবৃতি দিয়ে শুক্রবার জানানো হয়, ‘‘ যদি প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 25 জন ক্রিকেটার ধরে রাখে, তাহলে 61 জন ক্রিকেটার নিলামে উঠবে ৷’’ ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার একদিন পর আইপিএলের নিলাম হবে চেন্নাইয়ে ৷

আরও পড়ুন : ঈশ্বরের পতন ! "সব শ্রদ্ধা হারালাম" জানিয়ে দিলেন ভক্তরা

সর্বোচ্চ 53.20 কোটি টাকা নিয়ে নিলামে নামবে কিংস ইলেভেন পঞ্জাব ৷ তারপরেই আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৷ নিলামে তাঁরা 35.90 কোটি টাকা খরচ করতে পারবে ৷ এছাড়া রাজস্থানের কাছে 34.85 কোটি টাকা, সিএসকের আছে 22.90 কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্সের আছে 15.35 কোটি টাকা, দিল্লি ক্যাপিটালসের আছে 12.9 কোটি টাকা ৷ কলকাতা ও হায়দরাবাদ নিলামে 10.75 কোটি টাকা খরচ করতে পারবে ৷

ABOUT THE AUTHOR

...view details