নয়াদিল্লি, 22 অগস্ট: বাইশ গজে ইতি টেনেছেন বছর দশেক আগে ৷ কিন্তু দেশের জার্সি গায়ে দু'দশকেরও বেশি সময় ধরে যে সকল মণিমানিক্য তিনি কুড়িয়েছেন, তাতে আপামর ভারতবাসীর হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন সচিন রমেশ তেন্ডুলকর ৷ ক্রিকেট ঈশ্বরের জনপ্রিয়তাকে তাই এবার কাজে লাগাতে উদ্যোগী হল জাতীয় নির্বাচন কমিশন ৷ দেশের মানুষকে ভোটদানে উৎসাহী করে তুলতে কিংবদন্তি ক্রিকেটারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিয়োগ করল কমিশন ৷
ভোটারদের সচেতন করতে এবার থেকে সচিনকে 'ন্যাশনাল আইকন' হিসেবে ব্যবহার করবে জাতীয় নির্বাচন কমিশন ৷ বুধবার অর্থাৎ, 23 অগস্ট নয়াদিল্লির রং ভবনে দু'পক্ষের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন আন্তর্জাতিক ক্রিকেটে 30 হাজারেরও বেশি রানের মালিক ৷ প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে মাস্টার-ব্লাস্টার মউ স্বাক্ষর করবেন বলেই খবর ৷ তবে পরবর্তীতে চুক্তির পুনর্নবীকরণ হতে পারে জানা গিয়েছে ৷