পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'টি-20 প্রদর্শনী, কুলীন ফরম্যাটেই ক্রিকেটের আসল পরীক্ষা', তিলোত্তমায় বললেন লয়েড - ক্লাইভ লয়েড

Clive Lloyed Kolkata: বুধবার শহর কলকাতায় এসেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্লাইভ লয়েড ৷ 1975 ও 1979 সালে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বজয়ের স্বাদ এনে দিয়েছিলেন এই তারকা ৷ তিনি বৃহস্পতিবার শহর কলকাতার বেসরকারি কলেজের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেন ৷ সেখানেই আধুনিক ক্রিকেট সম্পর্কে তাঁর মতামত ব্যক্ত করলেন ৷

তিলোত্তমায় লয়েড
Clive Lloyed Kolkata

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 10:12 PM IST

Updated : Jan 11, 2024, 10:48 PM IST

কুলীন ফরম্যাটেই ক্রিকেটের আসল পরীক্ষা, তিলোত্তমায় বললেন লয়েড

কলকাতা, 11 জানুয়ারি: বুধবার কলকাতায় এসেছেন ক্রিকেট কিংবদন্তি ক্লাইভ লয়েড ৷ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক বৃহস্পতিবার যোগ দিয়েছিলেন একটি বেসরকারি কলেজের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ৷ কলকাতা এবং ক্লাইভ লয়েড একে অপরের সঙ্গে সম্পৃক্ত ৷ ক্রিকেট এবং তার বাইরে এই শহরের সঙ্গে দু'বারের বিশ্বজয়ী অধিনায়কের নানা স্মৃতি ৷ ক্রিকেটার হিসাবে ক্লাইভ লয়েডের স্মৃতি যদি হয় সুখকর, তাহলে ম্যাচ রেফারি হিসেবে অভিজ্ঞতা মোটেই সন্তোষজনক নয় ৷ যা তিনি নিজের স্বীকার করলেন এদিনের অনুষ্ঠানে ৷

কলকাতার বাসিন্দা হিসাবে নিজেকে পরিচিত করালেন ক্রিকেটকে ঘিরে ৷ এই শহরের উন্মাদনা তাঁর চেনা একইসঙ্গে কলকাতা ফুটবল প্রেম এবং একাধিক বিখ্যাত টেনিস প্লেয়ারের বাসের কথা এদিন লয়েডের মুখে ৷ এদিন সম্মানিত হওয়ার পরে স্বাভাবিকভাবে ক্রিকেটীয় প্রশ্নোত্তরের সামনে পড়তে হয় ক্যারিবিয়ান কিংবদন্তিকে ৷ কী কী বললেন তিনি...

  • কলকাতা কেমন: "কলকাতা শহর আমার কাছে খুব প্রিয়। মনে হয় আমি এই শহরেরই বাসিন্দা। তবে ইডেনের স্মৃতি আমার কাছে সুখকর নয়। কারণ 1996 বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচে রেফারি আমি ছিলাম।
  • চেজমাস্টার বিরাট কোহলির সঙ্গে ভিভের তুলনা: বিরাট কোহলি আর ভিভ রিচার্ডস দু'জনে আলাদা ধরনের ক্রিকেটার। তাই তুলনা হয় না। বিরাট একশোটা একশো করতেই পারে। ও এখনও অনেকদিন ক্রিকেট খেলবে। ও অনেক কিছু অ্যাচিভ করতে পারে।
  • বাংলার মহারাজ সৌরভ:সৌরভ শহরে নেই। তবে ওর সঙ্গে কথা হয়েছে। ও এখন দক্ষিণ আফ্রিকায় আছে। ইংল্যান্ডে গেলে ওর সঙ্গে দেখা করব।
  • বর্তমান ক্রিকেটের তিন ফরম্যাট: টি-20 ক্রিকেট হল এক্সিবিশন অর্থাৎ প্রদর্শনী মাত্র ৷ আর টেস্ট ক্রিকেট হল আসল পরীক্ষা। মাঠের বাইরে বল পাঠানো সহজ। ইংল্যান্ডের আবহাওয়ায় গিয়ে লাল বলে টেস্ট ক্রিকেট খেলা কঠিন। তাই আমি বলব ওখানে গিয়েই ক্রিকেট শিখে আসতে।
  • কেপাটউনের বিতর্কিত পিচ:কেপটাউনের উইকেটকে আমি ভালো রেটিংই দেব। ওই উইকেটেও তো একজন সেঞ্চুরি করেছে।
  • 2023 দেশের মাটিতে বিশ্বকাপ: ওয়েস্ট ইন্ডিজ সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সুযোগ পাইনি। হতাশাজনক বটে। তবে ঠিক ঘুরে দাঁড়াবে। আমাদের বোর্ড বুঝছে কতটা জরুরি সময় এখন ৷

আরও পড়ুন:

  1. নবির ব্যাটে দেড়শো পেরল আফগানরা, মোহালিতে রোহিতদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা
  2. পঞ্চাশ বসন্ত পেরিয়ে ভারতীয় ক্রিকেটে আজও বিরাজমান দ্রাবিড়ীয় সভ্যতা
  3. আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বিরাটহীন ভারত
Last Updated : Jan 11, 2024, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details