লন্ডন, 9 অক্টোবর:2023 সালের এশিয়ান গেমসে পুনরায় অন্তর্ভুক্তি ঘটেছে ক্রিকেটের ৷ আর প্রথম সুযোগেই ভারতীয় মহিলা ও পুরুষ দল জিতে নিয়েছে সোনার পদক ৷ এবার ক্রিকেট কি আসতে চলেছে অলিম্পিকেও? আর্জিটা অনেকদিনের ৷ এবার পূরণ হতে পারে ক্রিকেটপ্রেমীদের এই স্বপ্ন ৷ কারণ 'গার্ডিয়ান'-এর রিপোর্ট বলছে ফ্ল্যাগ ফুটবল, বেসবল এবং সফটবলের সঙ্গে 2028 সালের অলিম্পিকে জায়গা করে নিতে চলেছে ক্রিকেটও ৷
'দ্য গার্ডিয়ান'-এর রিপোর্টে দাবি করা হয়েছে 15 অক্টোবর মুম্বইয়ে 141তম ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটির সেশন শুরু হতে চলেছে ৷ সেখানেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে ৷ 2028 সালে অলিম্পিক গেমসের আসর বসতে চলেছে লস অ্যাঞ্জেলসে ৷ রিপোর্ট বলছে, ল্যাক্রোস এবং স্কোয়াশকেও এই অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হতে চলেছে ৷ এর আগে যে অলিম্পিকে ক্রিকেট খেলা হয়নি তা কিন্তু ঠিক নয় ৷ 1900 সালে প্যারিস অলিম্পিকে ক্রিকেট যুদ্ধে নেমেছিল ইংল্যান্ড ও ফ্রান্স ৷ এই একবারই স্বর্ণপদকের ম্য়াচ খেলা হয় অলিম্পিকসে ৷