বেঙ্গালুরু, 13 ফেব্রুয়ারি : বলা হয়, বিপদের সময়ে যাকে সবার আগে পাওয়া যায়, সেই প্রকৃত বন্ধু ৷ বিসিসিআই এবং আইপিএলের সঙ্গে যুক্ত প্রতিটি সংস্থা এবং ব্যক্তির কাছে শনিবার সেই বন্ধু হিসেবে এগিয়ে এসেছিলেন প্রখ্যাত ক্রীড়া ভাষ্যকার তথা সঞ্চালক চারু শর্মা ৷ যার জন্য চারুকে প্রশংসায় ভরিয়ে দিলেন ক্রিকেট অনুরাগীরা (Cricket Fans Hail Charu Sharma for Steering IPL Mega Auction Wonderfully) ৷ গতকাল আইপিএলের মেগা নিলাম শুরু হওয়ার ঘণ্টাখানেক পরেই স্টেজের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান সঞ্চালক হিউ এডমিডস ৷ সেই সঙ্গে তখনের মতো বন্ধ হয়ে যায় নিলাম ৷ তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷
এই পরিস্থিতিতে সঞ্চালকের খোঁজ শুরু করে বিসিসিআই ৷ বেঙ্গালুরুতে আয়োজিত এই মেগা অকশনকে (TATA IPL Auction 2022) এগিয়ে নিয়ে যেতে প্রথমে দানিশ সাইতের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ কিন্তু, তিনি বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকায় সমস্যা হতে পারত ৷ এর পরেই চারু শর্মার সঙ্গে যোগাযোগ করে বিসিসিআই ৷ বিসিসিআই পুরো ঘটনা প্রবাহ নিয়ে তিনটি টুইটও করে ৷ যেখানে জানানো হয়, মাত্র আধ ঘণ্টার মধ্যে চারু শর্মা বেঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়া হোটেলে পৌঁছান ৷ সেখানে পুরো পদ্ধতি চারুকে একঘণ্টার মধ্যে বুঝিয়ে দেওয়া হয় ৷ আর তারই মধ্যে চারু শর্মা নিজেকে তৈরি করে নেন ৷ চারুর এই কাজে অত্যন্ত খুশি বিসিসিআই ৷ বোর্ডের তরফে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে ৷
আরও পড়ুন : TATA IPL Auction 2022 : বেস প্রাইজ 1 কোটিতে কলকাতায় রাহানে