পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: পাকিস্তান ম্যাচে ভারতের দাপুটে পারফর্ম্যান্সের কৃতিত্ব রোহিতের, মত মুস্তাক মহম্মদের - আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

Former Pakistan Captain Mushtaq Mohammad on India vs Pakistan Match: পাকিস্তান দলের তরফে কোনও প্রতিরোধই গত শনিবারের ম্যাচে দেখতে পাননি প্রাক্তন অধিনায়ক মুস্তাক মহম্মদ ৷ আর সেই পারফর্ম্যান্সে খুবই হতাশ তিনি ৷ ম্যাচ নিয়ে তাঁর প্রতিক্রিয়া দিলেন, ইটিভি ভারতের সঞ্জীব গুহকে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 6:38 PM IST

কলকাতা, 16 অক্টোবর: গত শনিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচটি একটি রসকসহীন ক্রিকেট ম্যাচ ছাড়া কিছুই ছিল না ৷ যে পরিমাণ প্রত্যাশা এবং রব এই ম্যাচকে কেন্দ্র করে উঠেছিল, তার 1 শতাংশ প্রতিরোধও দেখাতে পারেনি পাকিস্তান ক্রিকেট দল ৷ ফলে 50 ওভারের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের ব্যবধান বাড়িয়ে 8-0 করতে খুব একটা সমস্যা হয়নি রোহিত শর্মাদের ৷ তাই পাকিস্তান দলের এই একতরফা আত্মসমর্পণ দেখে খুবই হতাশ তাদের প্রাক্তন টেস্ট অধিনায়ক মুস্তাক মহম্মদ ৷ আর এর অধিকাংশ কৃতিত্ব ভারত অধিনায়ককেই দিচ্ছেন প্রাক্তন পাক অধিনায়ক ৷

প্রাক্তন পাক টেস্ট অধিনায়ক মুস্তাক গত শনিবারের ম্যাচের ফলাফল নিয়ে খুবই হতাশ ৷ আর তার হতাশার কারণ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবরদের ভারতকে ম্যাচ উপহার দিয়ে আসা ৷ যেখানে পাকিস্তানের তরফে কোনও লড়াই চোখে পড়েনি ৷ আর সেই সঙ্গেই ভারত অধিনায়ক রোহিত শর্মার ভূয়সি প্রশংসা শোনা গেল তাঁর মুখে ৷

ইটিভি ভারতের সঙ্গে বিশেষ আলাপচারিতায় মুস্তাক মহম্মদ বলেন, ‘‘কোনও সন্দেহ নেই যে ভারত সব বিভাগে পাকিস্তানকে পরাস্ত করেছে ৷ আর এর সম্পূর্ণ কৃতিত্ব যায় রোহিত শর্মাকে ৷ ও অধিনায়কের মতোই ইনিংস খেলেছে...অসাধারণ খেলেছে ভারত ৷’’ আগামী মাসের 80 বছর পূরণ করবেন মুস্তাক ৷ বয়সের কারণে মাঝে মধ্যেই অসুস্থও হয়ে পড়েন তিনি ৷ এমনকি গত মাসে হাসপাতালেও ভরতি ছিলেন ৷ বর্তমানে তিনি সুস্থ আছেন ৷

অসুস্থ হওয়া সত্ত্বেও টিভি-তে ভারত বনাম পাকিস্তান ম্যাচ পুরোটা দেখেছেন মুস্তাক মহম্মদ ৷ যেখানে নিজের দেশের ক্রিকেটারদের থেকে অনেক ভালো ক্রিকেট আশা করেছিলেন প্রাক্তন পাক-অধিনায়ক ৷ কিন্তু, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাদাব খান এবং শাহিন শাহ আফ্রিদিদের খেলা দেখে খুবই হতাশ তিনি ৷ সেই হতাশই প্রকাশ পেল তাঁর কথায় ৷ বললেন, ‘‘বলতে বাধ্য হচ্ছি, পাকিস্তান তাদের হারের জন্য নিজেরাই দায়ী ৷ 155 রানে 2 উইকেট থেকে 191 রানে অল-আউট হয়ে যাওয়া ৷ পুরোটাই দায়িত্বজ্ঞানহীন শট খেলার পরিণাম ৷’’

আরও পড়ুন:'গ্রেটেস্ট শো অন আর্থে' আবার বাইশ গজের লড়াই, বিশ্বকাপের মাঝেই এল সুখবর

পাকিস্তান বোলিংয়েরও এ দিন সমালোচনা করেন মুস্তাক ৷ তিনি বলেন, ‘‘বোলিংও খুব সাধারণ ছিল ৷ বোলারদের শরীরিভাষা নেতিবাচক ছিল ৷ সব মিলিয়ে এটা খুবই হতাশাজনক পারফর্ম্যান্সের ফল ৷’’ তবে, তাঁর বিশ্বাস পাকিস্তান দল বিশ্বকাপের বাকি ম্যাচগুলি দুরন্ত খেলে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াবে ৷ তিনি বলেন, ‘‘যাই হোক পাকিস্তানকে নিয়ে বেশি চিন্তিত নয় ৷ তাঁরা নিজেদের তুলে ধরবেন এবং বাকি ছয় ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে ৷’’ পাকিস্তানের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী 20 অক্টোবর ৷ দুই দলের কাছেই ওই ম্যাচ জেতা বাধ্যতামূলক ৷ তা না হলে, যে হারবে তার পক্ষে বিশ্বকাপ অভিযান আরও কঠিন হয়ে যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details