কটক, 12 জুন : আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে একশো শতাংশ দর্শক আগেই ফিরেছে ৷ এবার প্রিয় দলের অনুশীলন দেখতেও স্টেডিয়ামে ভিড় উপচে পড়ল ৷ আর দর্শকদের মনোরঞ্জনে খামতি রাখলেন না ভারত অধিনায়ক ঋষভ পন্থ এবং সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ বারাবাটি স্টেডিয়ামে প্রস্তুতিতে একের পর এক বিগ হিট মারলেন তাঁরা ৷ প্রতিটা শটে চিয়ার-আপ করতে দেখা গেল উপস্থিত দর্শকদের (Cracking Hits By Rishabh Pant and Hardik Pandya) ৷ বিসিসিআই-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷
ভারতীয় দলের প্রস্তুতি দেখতে শনিবার সন্ধ্যায় বারাবাটির স্টেডিয়ামে দর্শকদের ঢুকতে দেওয়া হয় ৷ আর সেই সুযোগ হাতছাড়া করতে চাননি স্থানীয় ক্রিকেটপ্রেমীরা ৷ স্টেডিয়ামের একপাশের গ্যালারি দর্শকে ভরে যায় ৷ তাঁদের মনোরঞ্জনের ব্যবস্থাও করলেন ঋষভ এবং হার্দিক ৷ থ্রো-ডাউনে লম্বা লম্বা শট মারতে থাকেন তাঁরা ৷ ক্যাপ্টেন আর তাঁর ডেপুটির প্রতিটি বিগ-হিটে দর্শকদের উল্লাস ছিল দেখার মত ৷ প্রতি শটে দর্শকদের চিৎকারে গমগম করছিল বারাবাটি ৷