কলকাতা, 3 জানুয়ারি :করোনার থাবা এবার বাংলা সিনিয়র ক্রিকেট দলে (cricketers and staffs tested covid positive) । জানা গিয়েছে, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে আক্রান্ত মোট সাতজন । ক্রিকেটারদের করোনার আক্রান্তের কথা জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল । যদিও আক্রান্তের সংখ্যা ও নাম প্রকাশ করা হয়নি ।
প্রেস বিঞ্জপ্তি প্রকাশ করে যুগ্ম-সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মহামারী পরিবেশের কথা চিন্তা করে সতর্কতার জন্য বাংলার ক্রিকেটারদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয় । তাতেই কয়েকজন ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ এসেছে । ইতিমধ্যে সিএবি-র পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । করোনা ভাইরাস তার তৃতীয় ঢেউয়ে গত দু'বারের তুলনায় আরও দুরন্ত গতিতে এগোচ্ছে । সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ছে সংক্রমণ । বাদ পড়েনি ক্রীড়াজগৎও। কয়েকদিন আগে আই লিগের দলগুলোর মধ্যে করোনা থাবা বসিয়েছে । 15 জন ফুটবলার আক্রান্ত হওয়ায় আই লিগ আপাতত বন্ধ রেখেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ।