জোহানেসবার্গ, 20 এপ্রিল : দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে সাসপেন্ড করতে পারে আইসিসি ৷ এমনই আশঙ্কা প্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের তিন অধিনায়ক ৷ এ নিয়ে প্রোটিয়া শিবিরের তিন অধিনায়ক একটি যৌথ বিবৃতিতে সই করেছেন ৷ প্রসঙ্গত, ক্রিকেট সাউথ আফ্রিকার মেম্বার্স কাউন্সিল এবং অন্তর্বর্তী বোর্ডের মধ্যে মতানৈক্যকে কেন্দ্র করে অচলাবস্থা তৈরি হয়েছে ৷ যার জেরে দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করার পরিস্থিতি তৈরি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কুইন্টন ডি’কক, তেম্বা বাভুমারা ৷ এমনকি এর ফলে ভারতে আয়োজিত আসন্ন টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দল অংশ নিতে পারবে কি না, সে নিয়েও সংশয় দেখা দিয়েছে ৷
প্রসঙ্গত, গত 18 মাস ধরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মেম্বার্স কাউন্সিল এবং অন্তর্বর্তী বোর্ডের মধ্যে একাধিক বিষয়ে মতানৈক্য চলছে ৷ যার সমাধানের জন্য গত শনিবার বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছিল ৷ কিন্তু, সেই বৈঠকে একটি গোপন ব্যালটের আয়োজন করা হয় ৷ যেখানে ক্রিকেট সাউথ আফ্রিকার সংবিধানে দীর্ঘ মেয়াদি সংশোধনের প্রস্তাবকে খারিজ করার কথা বলা হয় ৷ ফলে দু’তরফের এই দ্বন্দ্ব এখনও বজায় রয়েছে ৷ এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী নাথি মথেতওয়া বিষয়টিতে হস্তক্ষেপ করার ইঙ্গিত দিয়েছেন ৷ যেখানে তিনি বলেছেন, দ্রুত এই অচলাবস্থা কাটাতে হবে ৷ গত 18 মাস ধরে চলা এই অচলাবস্থার জেরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বোর্ডে বহু স্বাধীন সদস্য নয় পদত্যাগ করেছেন, আর না হলে তাঁদের বরখাস্ত করা হয়েছে ৷ এই অচলাবস্থা চলতে দেওয়া যায় না ৷