পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ravi Sastri : ক্যাপ্টেনের পর এবার কোচ ! শাস্ত্রীর কণ্ঠেও বিদায়ের সুর - কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত শাস্ত্রীর

বিশ্বকাপের পরপরই কোচের পদে শেষ হচ্ছে শাস্ত্রীর মেয়াদ ৷ এরপর শাস্ত্রীর সঙ্গে চুক্তি বাড়ানো নয় বরং এখন থেকেই বিরাট কোহলিদের নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা ৷

ravi sastri
ravi sastri

By

Published : Sep 18, 2021, 11:52 AM IST

মুম্বই, 18 সেপ্টেম্বর : গুরু কি এবার শিষ্যের পথেই হাঁটতে চলেছেন ? তেমনই ইঙ্গিত পাওয়া গেল ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীর কথায়, এতদিন যা চেয়েছেন তাই পেয়েছেন ৷ তাই টি-20 বিশ্বকাপের পর মেন ইন ব্লু-র কোচের পদে তাঁকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি ৷ অন্তত এমনই মনে করছে ক্রীড়া মহল ৷

টি-20 বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচ বদল একপ্রকার ঠিক হয়েই রয়েছে ৷ বিশ্বকাপের পরপরই কোচের পদে শেষ হচ্ছে শাস্ত্রীর মেয়াদ ৷ এরপর শাস্ত্রীর সঙ্গে চুক্তি বাড়ানো নয় বরং এখন থেকেই বিরাট কোহলিদের নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা ৷ এরই মাঝে টি-20 বিশ্বকাপের পর এই ফরম্যাটের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন বিরাট কোহলি ৷ বিরাটের পর শাস্ত্রীর গলাতেও সরে দাঁড়ানোর ইঙ্গিত ৷

আরও পড়ুন : Team India Coach : শাস্ত্রী জমানা শেষে কি কুম্বলের প্রত্যাবর্তন ? লক্ষ্মণ, জয়বর্ধনেকে নিয়েও জল্পনা

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয় ৷ উত্তরে শাস্ত্রী বলেছেন, "আমিও তেমনটাই মনে করি ৷ কারণ যা চেয়েছিলাম সব পেয়েছি ৷ টেস্ট ক্রিকেটে পাঁচ বছর ধরে একনম্বরে থাকা, অস্ট্রেলিয়ার মাটিতে দু‘বার সিরিজ় জেতা এবং ইংল্যান্ডে জয় ৷ সাদা বলের ক্রিকেটে প্রায় প্রতিটি দলকেই তাঁদের ঘরের মাঠে হারিয়েছি ৷ টি-20 বিশ্বকাপ জিতলে তো সোনায় সোহাগা ৷ করোনার সময় অস্ট্রেলিয়াকে হারানো এবং ইংল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে থাকা আমার চার দশকের ক্রিকেট জীবনের সবচেয়ে স্বস্তিদায়ক মুহূর্ত ৷"

ABOUT THE AUTHOR

...view details