মুম্বই, 18 সেপ্টেম্বর : গুরু কি এবার শিষ্যের পথেই হাঁটতে চলেছেন ? তেমনই ইঙ্গিত পাওয়া গেল ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীর কথায়, এতদিন যা চেয়েছেন তাই পেয়েছেন ৷ তাই টি-20 বিশ্বকাপের পর মেন ইন ব্লু-র কোচের পদে তাঁকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি ৷ অন্তত এমনই মনে করছে ক্রীড়া মহল ৷
টি-20 বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচ বদল একপ্রকার ঠিক হয়েই রয়েছে ৷ বিশ্বকাপের পরপরই কোচের পদে শেষ হচ্ছে শাস্ত্রীর মেয়াদ ৷ এরপর শাস্ত্রীর সঙ্গে চুক্তি বাড়ানো নয় বরং এখন থেকেই বিরাট কোহলিদের নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা ৷ এরই মাঝে টি-20 বিশ্বকাপের পর এই ফরম্যাটের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন বিরাট কোহলি ৷ বিরাটের পর শাস্ত্রীর গলাতেও সরে দাঁড়ানোর ইঙ্গিত ৷