কলকাতা, 2 জুলাই: ইস্টবেঙ্গলের ক্রিকেট পরিকাঠামো ভেঙে পড়েছে। অন্যদিকে নতুন উদ্যমে ক্রিকেট পরিকাঠামো গড়ে তুলছে মোহনবাগান। সমস্তদিক বিবেচনা করে তাই সবুজ-মেরুনে যোগ দিলেন প্রণব নন্দী। আঠারো বছর লাল-হলুদের কোচের দায়িত্ব সামলানো বর্ষীয়ান কোচ এবছর মোহনবাগানের প্রশিক্ষণের দায়িত্বে (Coach Pranob Nandy joins Mohun Bagan from East Bengal)। মেন্টর তারই দাদা পলাশ নন্দী। দাদা-ভাইয়ের যুগলবন্দিতে কলকাতা ময়দানে কোনও ক্লাবের কোচিং ব্রিগেড চালানোর নজির এযাবৎ নেই। সঙ্গে নিয়ে আসা হয়েছে ইস্টবেঙ্গলে প্রণবের সহকারী কোচকেও।
একুশ বছর মোহনবাগান জার্সিতে ট্রফি জেতার জন্য ঝাঁপিয়েছেন। এবার কোচের চেয়ারে বসে ট্রফি জয়ের অঙ্ক কষতে হবে। আবেগ সরিয়ে পেশাদারিত্বের মোড়কে দলকে মাঠের বাইরে থেকে পরিচালনা করতে হবে তাঁকে। বিষয়টি মাথায় রেখেই প্রণব নন্দী বলছেন অর্থ নয়, ক্রিকেট পরিকাঠামো, স্বাচ্ছন্দ্য তাঁর কাছে সবসময় বিবেচ্য বিষয় হয়ে এসেছে। ইস্টবেঙ্গলে বর্তমানে সেটাই অস্তমিত। তাই ইস্টবেঙ্গল ছাড়তে পারার খবর জানতে পেরে মোহনবাগানের সচিব তার সঙ্গে যোগাযোগ করলে তিনি যোগ দিতে দ্বিধা করেননি।