পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WI vs AUS : গেইলের 67, অজ়িদের হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ় জয় ক্যারিবিয়ানদের - দ্যা ইউনিভার্সাল বস

পাঁচ বছর পর ফের আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে অর্ধশতরান করলেন ক্রিস গেইল ৷ শেষবার 2016 সালে মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন 'দ্য ইউনিভার্সাল বস' ৷ নিজের 67 রানের ইনিংসে সাতটি বিশাল ছক্কা ও চারটি চার মারেন ৷ ইনিংসের দ্বিতীয় ওভারেই অজ়ি পেসার জস হেজেলউডেকে একটি ছক্কা ও পরপর তিনটি চার মারেন 'ক্যারিবিয়ান দৈত্য' ৷

Chris Gayle
Chris Gayle

By

Published : Jul 13, 2021, 1:46 PM IST

Updated : Jul 13, 2021, 2:34 PM IST

গ্রস আইলেট, 13 জুলাই : টি-20 বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টি-20-তেও 6 উইকেটে হারল অজ়িরা ৷ পরপর তিন ম্যাচে হারের ফলে পাঁচ ম্যাচের সিরিজ় খোয়াল অ্যারোন ফিঞ্চের দল ৷ তৃতীয় টি-20তে ক্যারিবিয়ানদের জয়ের নায়ক ক্রিস গেইল ৷

প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া 6 উইকেটে 141 রান করে ৷ জবাবে 31 বল বাকি থাকতেই ম্যাচ জেতে ক্যারিবিয়ানরা ৷ ক্রিস গেইল করেন 38 বলে 67 রান ৷ নিকোলাস পুরাণ 27 বলে 32 রানে অপরাজিত থাকেন ৷

পাঁচ বছর পর ফের আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে অর্ধশতরান করলেন ক্রিস গেইল ৷ শেষবার 2016 সালে মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন 'দ্য ইউনিভার্সাল বস' ৷ নিজের 67 রানের ইনিংসে সাতটি বিশাল ছক্কা ও চারটি চার মারেন ৷ ইনিংসের দ্বিতীয় ওভারেই অজ়ি পেসার জস হেজেলউডেকে একটি ছক্কা ও পরপর তিনটি চার মারেন 'ক্যারিবিয়ান দৈত্য' ৷

ম্যান অফ দ্যা ম্যাচও হন ক্রিস গেইল ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গেইল বলেন, ‘‘ আপনারা জানেন বেশ কয়েকদিন রান করতে পারছিলাম না ৷ আজ কিছু রান করতে পেরে খুশি ৷’’ একই সঙ্গে গেইল জানিয়ে দেন তাঁর নজরে আরব আমিরশাহির টি-20 বিশ্বকাপ ৷

আরও পড়ুন : প্রয়াত 83-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য যশপাল শর্মা

প্রথম ম্যাচে অজ়িদের 18 রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ় ৷ দ্বিতীয় ম্যাচে 56 রানে ও তৃতীয় ম্যাচে 6 উইকেটে অ্যারোন ফিঞ্চের দলকে হারিয়ে সিরিজ় ঘরে তুলল ক্যারিবিয়ানরা ৷

Last Updated : Jul 13, 2021, 2:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details