রাঁচি, 4 অক্টোবর: ভারত অধিনায়ক রোহিত শর্মা খুবই অভিজ্ঞ ৷ তবে, তাঁর সঙ্গে কিংবদন্তী মহেন্দ্র সিং ধোনির তুলনায় যেতে নারাজ মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার কোচ কেশব রঞ্জন বন্দ্যোপাধ্যায় ৷ ভারত ধোনির নেতৃত্বে আইসিসি’র সবরকম খেতাব জিতেছে ৷ 2007 সালে টি-20 বিশ্বকাপ, 2011 সালে 50 ওভারের বিশ্বকাপ এবং 2013 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত ৷ এমনকি ধোনির নেতৃত্বে টেস্টে এক নম্বর দল হিসেবে আইসিসি ম্যাক পায় ভারতীয় দল ৷
আর কেশব রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের শিষ্যের এই সাফল্যের ধারে কাছে কেউ নেই ৷ তিনি বলেন, ‘‘ধোনি উইকেটের পিছন থেকে প্রত্যেক ব্যাটারের পরবর্তী পরিকল্পনা বুঝতে পারতেন ৷ সেই মতে উইকেটের পিছন থেকে বোলারকে সেই অনুযায়ী বল করার পরামর্শ দিতেন এমএসডি ৷ আর রোহিত শর্মাও অনেক চতুর ও অভিজ্ঞ অধিনায়ক ৷ কিন্তু, তিনি মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের সঙ্গে তাঁকে তুলনা করা যায় না ৷’’ তাঁর মতে, ভারত এবারের বিশ্বকাপে অনেক বেশি প্রস্তুত হয়ে নামছে ৷ কিন্তু, বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেলের অনুপস্থিতি ভারতকে সমস্যায় ফেলতে পারে বলে দাবি তাঁর ৷
তাঁর মতে, ‘‘অক্ষর প্যাটেলের ব্যাটিং করার ক্ষমতা রয়েছে ৷ বিসিসিআই-এর এই দিকটা মাথায় রাখা উচিত ছিল যে, দলে নির্বাচিত প্লেয়ার যাতে চোট না পান ৷’’ আর উইকেট-কিপার ব্যাটার ঈশান কিষাণকে নিয়েও খুশি কেশব বন্দ্যোপাধ্যায় ৷ ঝাড়খণ্ডের এই প্লেয়ার ঘরোয়া ক্রিকেটে যেমন সফল ৷ তেমনি ব্যাটিং-অর্ডারে ভারতীয় মিডল-অর্ডারকে আরও মজবুত করবে বলে জানান তিনি ৷ ভারতের প্রথম একাদশে রাখার দাবি জানিয়েছেন তিনি ৷