পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Chetan Sharma Resigned: স্টিং বিতর্কের জের ! জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে ইস্তফা চেতন শর্মার - নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে ইস্তফা চেতন শর্মার

জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা (Chetan Sharma Resigned) ৷ গত 14 ফেব্রুয়ারি প্রকাশ হওয়া স্টিং অপারেশনের পরেই নিজের পদত্যাগ পত্র পাঠালেন বিসিসিআই সচিবকে ৷

Chetan Sharma Resigned ETV BHARAT
Chetan Sharma Resigned

By

Published : Feb 17, 2023, 12:04 PM IST

Updated : Feb 17, 2023, 12:13 PM IST

মুম্বই, 17 ফেব্রুয়ারি: বিসিসিআইয়ের জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে ফেরার 41 দিনের মাথায় পদত্যাগ করলেন চেতন শর্মা (Chetan Sharma Gives Resignation) ৷ গত 7 জানুয়ারি তাঁকে পুনর্বহাল করে বিসিসিআইয়ের বিশেষজ্ঞ কমিটি ৷ সংবাদ সংস্থা এএনআই এর খবর অনুযায়ী, চেতন বিসিসিআই সচিব জয় শাহকে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছেন ৷ তাঁর পদত্যাগ পত্র গ্রহণও করা হয়েছে বলে জানিয়েছে এএনআই ৷ উল্লেখ্য, কয়েকদিন আগেই জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যানের (Chairman of National Selection Committee of BCCI) একটি বিতর্কিত ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয় ৷ সেখানে দেখা যায় বিরাট কোহলির অধিনায়কত্ব হারানো নিয়ে তিনি মন্তব্য করছেন।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ-কে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই গত 14 ফেব্রুয়ারি একটি খবর করে ৷ সেখানে জি নিউজের একটি স্টিং অপারেশনে চেতনকে বলতে শোনা গিয়েছিল, তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ইগোর লড়াই শুরু হয়েছিল বিরাট কোহলির ৷ সেই কারণেই বিরাটকে তাঁর অধিনায়কত্ব খোয়াতে হয়েছে ৷ চেতন শর্মার এই বিস্ফোরক দাবির জেরে হইচই পড়ে যায় ভারতীয় ক্রিকেটের অন্দরে ৷

উল্লেখ্য, সেই স্টিং অপারেশনে ভারতীয় দলের ভিতরের একাধিক গোপন তথ্য ফাঁস করার অভিযোগ উঠেছে চেতনের বিরুদ্ধে ৷ সেখানে চেতন শর্মা তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং হেড কোচ রাহুল দ্রাবিড়ের টিম নিয়ে গোপন আলোচনার তথ্যও ফাঁস করেছেন ৷ এমনকী 80-85 শতাংশ ফিট হওয়া সত্ত্বেও বহু ক্রিকেটার ইনঞ্জেকশন নিয়ে দলে ফিরেছেন বলে সেখানে দাবি করেছিলেন চেতন ৷ তাঁর অনুমান, এভাবেই নাকি দলের ক্রিকেটাররা নিজেদের ফিটনেস বাড়ান ৷

আরও পড়ুন:সৌরভের সঙ্গে ইগোর লড়াইয়ে নেতৃত্ব হারান বিরাট, দাবি চেতন শর্মার

এমনই একাধিক বিষয়ে সেই স্টিং অপারেশনে চেতন শর্মাকে কথা বলতে শোনা গিয়েছে ৷ সেই স্টিং অপারেশন প্রকাশ্যে আসার এক সপ্তাহের মধ্যে তিনি জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন তিনি ৷ প্রসঙ্গত, গতবছর টি-20 বিশ্বকাপে ভারতীয় দল সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর জাতীয় নির্বাচক কমিটির উপর কোপ পড়েছিল ৷ সেই সময় চেতন শর্মাই চেয়ারম্যান ছিলেন ৷ কিন্তু পরে নতুন কমিটিতেও তাঁকেই চেয়ারম্যান পদে বহাল রাখা হয় ৷ আর বাকিদের সরিয়ে প্যানেলে নতুন সদস্যদের নিয়ে আসা হয়েছে ৷

Last Updated : Feb 17, 2023, 12:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details