পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC Final 2023: দ্বিতীয় ইনিংসে দু’শো পার অজিদের, টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব থেকে ক্রমশ দূরে সরছে ভারত - World Test Championship

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ের অংক ক্রমশ কঠিন হচ্ছে ভারতের ৷ অস্ট্রেলিয়া এক এক করে যত রান তুলছে, তত দূরে সরছে ভারতের আশা ৷

WTC Final 2023 ETV BHARAT
WTC Final 2023

By

Published : Jun 10, 2023, 6:06 PM IST

লন্ডন, 10 জুন: চতুর্থদিন মধ্যাহ্নভোজের বিরতিতে দ্বিতীয় ইনিংসে অজিদের স্কোর 6 উইকেট হারিয়ে 211 রান ৷ সবমিলিয়ে 383 রানে এগিয়ে প্যাট কামিন্সের দল ৷ এই পরিস্থিতিতে ভারতের থেকে আরও দূরে সরে যাচ্ছে টেস্টে বিশ্বসেরার তাজ ৷ শনিবার সকালের শুরুটা ভালোই করেছিল ভারত ৷ দিনের শুরুতেই মার্নাস লাবুশানের উইকেট তুলে নেন উমেশ যাদব ৷ কিন্তু শুরুর সেই ছন্দ ধরে রাখতে পারেননি উমেশ-শামিরা ৷ রান না-উঠলেও, প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ধীরে ধীরে লিডকে সাড়ে তিনশোর উপরে নিয়ে গিয়েছে অজিরা ৷

ক্যামরন গ্রিন এবং অ্যালেক্স ক্যারির 43 রানের পার্টনারশিপ ভারতীয় বোলারদের উইকেট তোলার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দেন ৷ চতুর্থদিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়া 26 ওভারে 2 উইকেট হারিয়ে 78 রান তুলেছে ৷ সেশন ভারতের নামে হলেও, বৃহত্তর ক্ষেত্রে জিতেছে অস্ট্রেলিয়া ৷ মধ্যাহ্নভোজের পর অজিদের লক্ষ্য হবে দ্বিতীয় ইনিংসের লিড 450 বা তার বেশি নিয়ে যাওয়া ৷ যাতে আজও যদি ভারতীয় দল ব্যাটিং করতে নামে, তাহলে তারা শুরু থেকেই ব্যাকফুটে থাকবে ৷

ভারতের কাছে ম্যাচে জেতা ছাড়া দ্বিতীয় কোনও অপশন নেই ৷ অজিরা এখান থেকে ম্যাচ ড্র করলেও, প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হবে ৷ কিন্তু, ভারতকে চ্যাম্পিয়ন হতে গেলে জয়ই একমাত্র রাস্তা ৷ এক্ষেত্রে মধ্যাহ্নভোজের পর অজিদের বাকি 4 উইকেট দ্রুত তুলে 400 রানের মধ্যে টার্গেট রাখতে পারলে, একটা শেষ চেষ্টা করতে পারে ভারতীয় ব্যাটাররা ৷ কারণ, ড্র বা হার দুই এখানে সমান ভারতের কাছে ৷ তাই ম্যাচ জেতার চেষ্টা করে হারলে তা অনেক বেশি সম্মানের হবে, রোহিত শর্মাদের জন্য ৷

আরও পড়ুন:ওভালের মাঠে টানা তৃতীয় হাফ সেঞ্চুরি, ব্র্যাডম্যান এবং বর্ডারের সঙ্গে একসারিতে শার্দূল

আক্রমণাত্মক ব্যাটিং ভারতের আছেও ৷ ওপেনিংয়ে রোহিত এবং শুভমন ৷ একমাত্র চেতেশ্বর পূজারা যিনি গতানুগতিক টেস্ট ক্রিকেটার ৷ এরপর বিরাট কোহলিও প্রয়োজন ফিফথ গিয়ারে খেলতে পারেন ৷ অজিঙ্ক রাহানে এবং রবীন্দ্র জাদেজাও আক্রমণে যেতে পারেন ৷ তাই 400 বা তার কিছু বেশি রান, চার বা সাড়ে চার সেশনে তাড়া করার চেষ্টা করতেই পারে ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details