পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

West Indies vs India 2nd T20I: দ্বিতীয় টি-20’তে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতীয় ব্যাটারদের - ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত

Challenge to Rectify Batting Failure for Hardik Pandya Lead Team: দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং নিয়ে একাধিক প্রশ্নের জবাব খুঁজতে হবে কোচ রাহুল দ্রাবিড়কে ৷ বিশেষত, ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে ৷ প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতাতেই 150 রান তাড়া করে জিততে পারেনি ভারত ৷

West Indies vs India 2nd T20I ETV BHARAT
West Indies vs India 2nd T20I

By

Published : Aug 6, 2023, 3:09 PM IST

গায়ানা, 6 অগস্ট: ত্রিনিদাদে টপ-অর্ডারের ব্যর্থতা ভুগিয়েছিল ভারতীয় দলকে ৷ ফলে প্রথম টি-20 ম্যাচে 150 রানের সহজ টার্গেট তাড়া করে জিততে পারেনি হার্দিক পান্ডিয়ারা ৷ আজ দ্বিতীয় টি-20 ম্যাচে সেই ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর পালা ‘মেন ইন ব্লু’-র সামনে ৷ তবে, এবার লড়াইটা হবে গায়ানার মাঠে ৷ যেখানে আসা করা হচ্ছে ব্যাটিং সহায়ক উইকেট পাবে দুই দল ৷ কিন্তু, তা সত্ত্বেও চাপের মুখে ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সামনে ভেঙে পড়া চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে ৷ তবে, প্রথম ম্যাচে ভারতীয় পেস ও স্পিন দুই বিভাগের সাফল্য ইতিবাচকও বটে দলের পক্ষে ৷

আজ গায়ানার মাঠে বড় পরীক্ষা হতে চলেছে শুভমান গিলের ৷ ভারতীয় ওপেনার টেস্ট সিরিজে ব্যর্থতার পর, ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচে রান পাননি ৷ তৃতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও, প্রথম টি-20 ম্যাচে মাত্র 3 রানে স্টাম্প হন তিনি ৷ তাই আজকের ম্যাচ ওপেনার শুভমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ এ বছরের শুরু থেকে যে আত্মবিশ্বাস তাঁর মধ্যে দেখা যাচ্ছিল, তা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর থেকে একেবারেই নেই শুভমানের ব্যাটিংয়ে ৷ যা ভাবাচ্ছে ভারতীয় ড্রেসিংরুমকে ৷

এমনকি সূর্যকুমার যাদবও বড় প্রশ্নের মুখে পড়তে পারেন ৷ ঘরের মাঠে সূর্যর রেকর্ড অসাধারণ ৷ কিন্তু, বিদেশের মাটিতে তিনি নিজেকে প্রমাণ করতে পারেননি ৷ বিশেষত, টি-20 ফরম্যাট, যা কিনা সূর্য কুমার যাদবের কাছে জলের মতো সহজ ৷ সেই ফরম্যাটে আগের ম্যাচে 21 বলে 21 রান করেছেন তিনি ৷ তবে, অভিষেক ম্যাচে নিজের প্রভাব ফেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের তীলক বর্মা ৷ আগের ম্যাচে তাঁর 39 রানের ইনিংসের কারণেই একটা সময় ভারত ম্যাচে ফিরে এসেছিল ৷ কিন্তু, তিনি আউট হতেই ধস নামে লোয়ার মিডল-অর্ডারে ৷

আরও পড়ুন:কাজে এল না তিলকের লড়াই, 4 রানে হেরে টি-20 সিরিজ শুরু ভারতের

তবে, রাহুল দ্রাবিড় এবং হার্দিক পান্ডিয়ার স্বস্তি দলের বোলিং বিভাগ ৷ টেস্ট ও ওয়ান ডে’র পর, টি-20 আন্তর্জাতিক ম্যাচেও প্রভাব ফেললেন মুকেশ কুমার ৷ উইকেট না-পেলেও, স্লগ-ওভারে নিয়ন্ত্রিত ইয়র্কার করে যাওয়ার ক্ষমতা মুগ্ধ করেছে বোলিং কোচ পারস মামব্রেকে ৷ পাশাপাশি হার্দিক, আর্শদীপ, কুলদীপ এবং চহালের বোলিং টি-20 ক্রিকেটে ভারতকে ভরসা জোগাবে ৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-20 সিরিজের গুরুত্ব এই মুহূর্তে অতটা না-থাকলেও, আগামী বছর এই ওয়েস্ট ইন্ডিজের মাঠেই টি-20 বিশ্বকাপ খেলতে নামবে ভারতীয় দল ৷ যে দলের সম্ভাব্য নেতৃত্বের দায়িত্বে থাকবেন হার্দিক পান্ডিয়া ৷ 50 ওভারের বিশ্বকাপের আবহে সেই প্রস্তুতিও শুরু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ হার্দিকের নেতৃত্বে তরুণ ভারতীয় ক্রিকেটারদের তৈরি করা হচ্ছে ৷ কিন্তু, সেই প্রস্তুতিতে ওয়েস্ট ইন্ডিজের মতো দলের কাছে চাপের মুখে ভেঙে পড়া চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে ৷

ABOUT THE AUTHOR

...view details