ইন্দোর, 4 অক্টোবর: আগেই সিরিজ জিতে নিয়েছে ভারত ৷ ফলে মঙ্গলবারের ম্যাচ শুধুই নিয়মরক্ষার ৷ ম্যাচ জিতলে তিন ম্যাচের সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করবে 'রোহিত শর্মা অ্যান্ড কোং' ৷ টি-20 বিশ্বকাপের আগে যা বাড়তি অক্সিজেন দেবে বুমরা-হীন ভারতীয় ব্রিগেডকে ৷ সেই ম্যাচেই কার্যত ব্যর্থ দলের বোলিং ব্রিগেড ৷ সৌজন্যে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার, কুইন্টন ডি'কক ( Quinton de Kock) এবং রিলি রসো (Rilee Rossouw) ৷
ওপেনিংয়ে নেমে 43 বলে 68 রানের ঝকঝকে ইনিংস খেললেন ডি'কক ৷ দুরন্ত ক্যাচে রোহিক শর্মা তেম্বা বাভুমাকে ডাগ-আউটে পাঠালেও মুম্বইকরের সব হিসেব উলটে দিলেন তিন নম্বরে নামা রিলি রসো ৷ মাত্র 48 বলে 100 রানের দুর্দান্ত ইনিংস এল রসোর ব্যাট থেকে ৷ কুড়ি-বিশের লড়াইয়ে প্রথম ইনিংসে 227 রানের বিরাট ইমারত গড়ল প্রোটিয়া শিবির ৷
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার হতাশা ভাগ করে নিলেন বুমরা, সমব্যথী সতীর্থরা