চেন্নাই, 5 নভেম্বর: 2023 সালের এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে কিনা তা বিসিসিআই (BCCI)-এর হাতে নেই ৷ এ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারত সরকার (Centre will Decide Whether Indian Team Go to Pakistan) ৷ এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি রজার বিনি ৷ প্রসঙ্গত, আসন্ন 2023 এশিয়া কাপ (Asia Cup 2023) এবং 2025 সালের আইসিসি চ্যাম্পিয়নশিপ আয়োজন করার কথা রয়েছে পাকিস্তানের ৷ সে নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ’র (Jay Shah) মন্তব্যে ৷
এবার এশিয়া কাপ পাকিস্তানে হলে, ভারতীয় দল সেখানে যাবে কিনা, তা নিয়ে বিসিসিআই সিদ্ধান্ত নেবে না বলে জানিয়ে দিলেন বোর্ড সভাপতি ৷ বিনি বলেন, ‘‘ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট দ্বৈরথ খেলাধূলার জগতে সবচেয়ে আকর্ষণীয় বিষয় ৷ কিন্তু, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে কিনা তা বিসিসিআই এর হাতে নেই ৷ এ নিয়ে যা করার সরকারের তরফে করা হবে ৷’’ প্রসঙ্গত, চেন্নাইতে একটি সাংবাদিক বৈঠকে রজার বিনিকে এশিয়া কাপে ভারতের অংশ নেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি একথা জানান ৷