পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Roger Binny on Asia Cup: এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে ভারত ? সিদ্ধান্ত কেন্দ্রের হাতে ছাড়লেন বিনি - জয় শাহ

ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে কিনা, সেই সিদ্ধান্ত সরকার নেবে (Centre will Decide Whether Indian Team Go to Pakistan) ৷ 2023 এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে বিসিসিআইয়ের অবস্থান স্পষ্ট করে দিলেন বোর্ড সভাপতি রজার বিনি ৷

Centre will Decide Whether Indian Team Go to Pakistan to Play Asia Cup 2023
Centre will Decide Whether Indian Team Go to Pakistan to Play Asia Cup 2023

By

Published : Nov 5, 2022, 9:42 AM IST

Updated : Nov 5, 2022, 9:55 AM IST

চেন্নাই, 5 নভেম্বর: 2023 সালের এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে কিনা তা বিসিসিআই (BCCI)-এর হাতে নেই ৷ এ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারত সরকার (Centre will Decide Whether Indian Team Go to Pakistan) ৷ এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি রজার বিনি ৷ প্রসঙ্গত, আসন্ন 2023 এশিয়া কাপ (Asia Cup 2023) এবং 2025 সালের আইসিসি চ্যাম্পিয়নশিপ আয়োজন করার কথা রয়েছে পাকিস্তানের ৷ সে নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ’র (Jay Shah) মন্তব্যে ৷

এবার এশিয়া কাপ পাকিস্তানে হলে, ভারতীয় দল সেখানে যাবে কিনা, তা নিয়ে বিসিসিআই সিদ্ধান্ত নেবে না বলে জানিয়ে দিলেন বোর্ড সভাপতি ৷ বিনি বলেন, ‘‘ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট দ্বৈরথ খেলাধূলার জগতে সবচেয়ে আকর্ষণীয় বিষয় ৷ কিন্তু, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে কিনা তা বিসিসিআই এর হাতে নেই ৷ এ নিয়ে যা করার সরকারের তরফে করা হবে ৷’’ প্রসঙ্গত, চেন্নাইতে একটি সাংবাদিক বৈঠকে রজার বিনিকে এশিয়া কাপে ভারতের অংশ নেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি একথা জানান ৷

আরও পড়ুন: সৌরভকে বেআইনি ভাবে কেন বিসিসিআই সভাপতি পদ থেকে অপসারণ, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

প্রসঙ্গত, গত 18 অক্টোবর বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভায় নতুন বোর্ড প্রশাসন তৈরি হয় ৷ যেখানে বোর্ড সচিব পদে আবারও র্নির্বাচিত হন জয় শাহ ৷ আর দায়িত্ব হাতে নিয়েই তিনি জানিয়ে দেন, আগামী বছরের এশিয়া কাপ পাকিস্তানে নয় হবে নিরপেক্ষ কেন্দ্রে ৷ আর তাঁর এই মন্তব্যের পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে তীব্র প্রতিবাদ জানানো হয় ৷

এমনটাও শোনা যায় পিসিবি (PCB) চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja) অস্ট্রেলিয়ায় টি20 বিশ্বকাপ চলাকালীন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলিকে নিয়ে মেলবোর্নে বৈঠকও ডেকেছেন ৷ যে বৈঠকে ভারতীয় বোর্ড সচিব তথা এসিসি সভাপতি জয় শাহ’র বক্তব্য নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন ৷ আর সেখানে পাকিস্তানের কথা শোনা না হলে, এসিসি (ACC) থেকে পাকিস্তান নিজের সদস্য পদ প্রত্যাহার করে নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান ৷ আর এবার বিসিসিআই সভাপতি এশিয়া কাপে অংশ নেওয়ার বিষয়টি ছাড়লেন মোদি সরকারে উপরেই ।

Last Updated : Nov 5, 2022, 9:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details