হায়দরাবাদ, 1 অক্টোবর: ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে হলেও, 2015 সাল পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ খেতাব হাসিল করতে পারেনি ব্রিটিশরা ৷ তাই ঘরের মাঠে 2019 সালে বিশ্বকাপ জয় ছিল ইংল্যান্ডের কাছে শাপমুক্তি ৷ তাঁর আগে অবশ্য 2010 সালে টি-20 বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড ৷ কিন্তু, তারপরেও ক্রিকেট সবচেয়ে বড় টুর্নামেন্ট জয়ের জন্য 9 বছর অপেক্ষা করতে হয়েছিল তাদের ৷ ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের পরিবর্তিত পরিকল্পনার পর, 2019 সালে শুধু বিশ্বজয় করেছে তাই নয় ৷ সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড এখন রাজত্ব করছে বলা যায় ৷
এই পরিবর্তনের কৃতিত্ব আসলে ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরিকল্পনা ৷ 50 ওভারের ক্রিকেটে শুরু থেকে আক্রমণে গিয়ে প্রতিপক্ষকে ম্যাচ থেকে দূরে সরিয়ে দাও ৷ এই নীতি নিয়ে সাদা বলের ক্রিকেটের প্রাচীনতম ফরম্যাটে সফল হয়েছে 'থ্রি-লায়ন্স' ৷ ইংল্যান্ড ব্যাটাররা বিশ্বের সর্বত্র 50 ওভারের ফরম্যাটে বিধ্বংসী ক্রিকেট খেলতে শুরু করে ৷ যার জবাব প্রতিপক্ষের কাছে কখনই ছিল না ৷ এবার আরেকটি বিশ্বকাপ ৷ আয়োজক ভারত ৷ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023-এর সূচনা হবে বিশ্বের সবচেয়ে বড় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷
আর এবারেও ইংল্যান্ড দল এই টুর্নামেন্টে অন্যতম সেরা হিসেবে নামছে ৷ অনেকই মনে করছেন, অধিনায়ক জস বাটলারের নেতৃত্ব ইংল্যান্ড তাদের বিশ্বসেরার খেতাব ধরে রাখতে পারবে ৷ বিশ্বজয়ী এই দল 5 অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তাঁদের বিশ্বকাপের সফর শুরু করবে ৷